Live Entertainment & Love Lifestyle

Friday, April 18, 2025
Tollywood

Hoichoi: একের পর এক হত্যা, পুরীতে রহস্যভেদ একেনের!

একেনবাবুর নাম শুনলেই মন ভাল হয়ে যায় বেশিরভাগ বাঙালি দর্শকদের। সেই একেন এবার বাঙালির প্রিয় গন্তব্য পুরীতে। হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে এসে গিয়েছে এই জনপ্রিয় চরিত্রের নতুন ওয়েবসিরিজ ‘পুরো পুরী একেন’।

হাসি আর রহস্যের ঠাসবুনোটে তৈরি একেনবাবুর সিরিজ-সিনেমা। তাই তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া। গত পরশু, ২৩শে জানুয়ারি মুক্তি পেয়েছে নতুন এই ওয়েবসিরিজ। ছবির গল্প অনুযায়ী, হঠাৎই কিছু হুমকি ফোন পান কথাকলি নৃত্যশিল্পী পারমিতা। আর তারপরেই শুরু হয় একের পর এক হত্যাকাণ্ড। পুরীর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হঠাৎই পরিণত হয় হত্যালীলার রঙ্গমঞ্চে। তদন্তে নেমে আহত হন একেনও। কীভাবে রহস্যের সমাধান করেন একেন, দেখার বিষয় সেটাই।

সুজন দাশগুপ্তর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। গল্পনির্মাণের দায়িত্ব ছিল শ্রীজীবের উপর। আগের মতোই এই সিরিজেও একেনবাবু, বাপি এবং প্রমথর চরিত্রে দেখা মিলবে অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষের। বহুদিন ধরেই বাপি এবং প্রমথর চরিত্রে দেখা যাচ্ছে সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষকে। দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসাও পেয়েছেন তাঁরা। আবারও এই সিরিজের হাত ধরে দর্শকরা স্বাদ পাবেন ত্রয়ীর দুর্ধর্ষ অভিযানের। এছাড়া, রাজনন্দিনী পালকে দেখা যাবে পারমিতার চরিত্রে এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় থাকছেন অভীকের ভূমিকায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শঙ্কর দেবনাথ, পদ্মনাভ দাশগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তীও।

অনির্বাণ চক্রবর্তী জানান, ‘একেনবাবুর চরিত্রে অভিনয় করা আমার কাছে সবসময়ই আনন্দের। একাধারে রসিক একেন আবার কঠিন সব হত্যারহস্য সমাধান করার মতো বুদ্ধিও ধরেন। ‘পুরো পুরী একেন’-এর কাজটা করতে গিয়ে আমি যতটা আনন্দ পেয়েছি, আমার মনে হয় দর্শকেরাও ততটাই আনন্দ পাবেন সিরিজটা দেখার সময়ে।’

কেবল ওয়েবসিরিজ নয়, একেনবাবুর কাহিনি নিয়ে ইতিমধ্যেই দু’খানা ছবিও তৈরি করেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ‘দ্য একেন’ এবং ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’। অত্যন্ত জনপ্রিয় হয়েছে দু’টি ছবিই। জানা গিয়েছে, চলতি বছরেই আসতে চলেছে একেনবাবু সিরিজের নতুন ছবি ‘বেনারসে বিভীষিকা’।

একেন ফ্র্যাঞ্চাইজির আটনম্বর সিরিজ ‘পুরো পুরী একেন’। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিজন পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক জয়দীপ মুখার্জী। শুধু একেনবাবুই নন, এই সিরিজে কয়েকমুহূর্তের জন্য দেখা গিয়েছে হইচইয়ের আরো এক ‘ডিফেক্টিভ’ ডিটেকটিভকে। তাই অন্যান্য সিজনের থেকে হয়তো একটু বেশিই উত্তেজনা রয়েছে এই ছবি ঘিরে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।