Live Entertainment & Love Lifestyle

EntertainmentMusic

সাক্ষী-ঋষভের নতুন মিউজিক ভিডিওতে ডেবিউ ‘গায়িকা’ ঐশ্বর্য্যর

গত ২২শে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল Itsmajja Music Bangla-র প্রথম বাংলা মিউজিক ভিডিও। এবার সেই তালিকায় জুড়ল নতুন নাম। গত শনিবার, ৮ই মার্চ মুক্তি পেল তাদের নতুন মিউজিক ভিডিও ‘জাতিস্মরে’।

নতুন এই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে এক যুগলের চরিত্রে অভিনেতা ঋষভ বসু এবং সাক্ষী সাহাকে। বহুক্ষেত্রে ভালোবাসার মানুষকে ছিনিয়ে নেয় মৃত্যু। কিন্তু ছিনিয়ে নিতে পারে না ভালোবাসাকে। দুর্ভাগা মানুষটা অপেক্ষায় থাকে চিরজীবন। আশা করে, তার ভালোবাসার মানুষের সঙ্গে ফের দেখা হবে। এ-জন্মে না হলেও, অন্য কোনো জন্মে।

‘জাতিস্মরে’র এই গল্প বুনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য এবং পরিচালক সম্রাট শর্মা। প্রিয়াঙ্কা Itsmajja music bangla-র ক্রিয়েটিভ হেড, আর সম্রাট এই মিউজিক ভিডিওর পরিচালক। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র মতো ছবি পরিচালনা করেছিলেন তিনি।

Itsmajja music bangla-র দ্বিতীয় প্রযোজনা ‘জাতিস্মরে’ অবশ্য দর্শকদের জন্য এনেছে আরো চমক। এই গানের হাত ধরেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী ঐশ্বর্য্য সেন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে, এ-গানে কণ্ঠ দিয়েছেন বুধাদিত্য মুখার্জী (বুদ্ধ)। এ-গানের কথা ও সুরও তাঁরই দেওয়া।

এর আগে, গত ২২শে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল Itsmajja music bangla-র প্রথম মিউজিক ভিডিও, ‘জানি দেখা হবে আবার’। সেই ভিডিওতে দেখা গিয়েছিল জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলীকে। ইতিমধ্যেই সেই গান শুনে ফেলেছেন দেড় মিলিয়নেরও বেশি মানুষ। ওদিকে, নতুন গান ‘জাতিস্মরে’ও। মাত্র এইটুকু সময়ে সেই গানের ভিউসংখ্যা পাড়ি দিয়েছে একলাখের পথে।

মারাঠি, গুজরাটি, কন্নড় – বিভিন্ন আঞ্চলিক ভাষায় বহু কাজ করেছে Itsmajja। এবার তারা পা রেখেছে বাংলায়। আশা রাখা যায়, আগের গানটির মতোই সাফল্য পাবে তাঁদের সব উদ্যোগ।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।