Jazaa: পরিচয় লুকিয়ে জ্যামিকে ‘ফলো’ করছে কে!
থ্রিলার ছবির জনপ্রিয়তা এখন আকাশ ছুঁয়েছে। বাংলা থেকে হিন্দি, একের পর এক দুর্দান্ত রহস্যগল্পে মন মজেছে দর্শকদের। হিন্দি থ্রিলার ছবির তালিকায় এবার যোগ দিল নতুন নাম, ‘জাযা’। আর সেই হিন্দি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন জ্যামি ব্যানার্জী।
কলকাতার এক সংস্থায় চাকরী করেন শঙ্কর শর্মা। তবে সাধারণ চাকুরীজীবী নন তিনি, রহস্যে মোড়া। কোনো এক গোপন কারণে তিনি নিয়মিত অনুসরণ করেন এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী অবিনাশকে। কর্মসূত্রে বাড়ে তাদের সম্পর্কের গভীরতা। কিন্তু হঠাৎই এক পার্টিতে শঙ্করের আসল পরিচয় জানতে পারে সকলে। কী তাঁর আসল পরিচয়, কেনই বা তিনি ‘ফলো’ করতেন অবিনাশকে, সে উত্তর দেবে এই ছবি।
বাংলা ছবিতে দর্শকেরা দেখেছেন জ্যামির অভিনয়। এবার তাঁর দেখা মিলবে হিন্দি ছবিতে। ছবিতে তাঁর চরিত্রের নাম অবিনাশ। পরিচালক প্রাঞ্জল চক্রবর্তীর পরিচালনায়, জ্যামি ছাড়া এই ছবিতে অভিনয় করছেন বলরাম পাণ্ডে, স্বাতী মুখোপাধ্যায়, রিয়া সাহা, সুমা দে-সহ একাধিক দক্ষ অভিনেতা-অভিনেত্রী। বলরাম পাণ্ডে অভিনয় করবেন শঙ্কর শর্মার চরিত্রে।
হিন্দি ছবি ‘জাযা’তে অভিনয় করার প্রসঙ্গে জ্যামি বলেন, ‘আমার চরিত্রটা খুব চ্যালেঞ্জিং। লুক নিয়ে অনেক খাটতে হয়েছে। বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের বহু ভালোবাসা পেয়েছি। হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার অনেক দায়িত্ব থাকে। আশা করছি, এই ছবিটাও ভালো লাগবে দর্শকদের।’
আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ মুক্তি পাবে ‘জাযা’। বাংলার ছেলে জ্যামি বলিউড থ্রিলারে পা দেওয়ায় খুশী তাঁর ভক্তেরা।