EntertainmentTollywood

বনি-সৌরভ-অমৃতার জীবনে উঠছে কোন রহস্যের ‘ঝড়’!

যত দিন যাচ্ছে, সাসপেন্স-থ্রিলার ছবির চাহিদা যেন ততই বাড়ছে। এবার একই থ্রিলার ছবিতে দর্শকেরা পাবেন দুই পছন্দের অভিনেতাকে। নতুন ছবি ‘ঝড়’-এ একসঙ্গে থাকছেন বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। থাকছেন নবাগতা অভিনেত্রী অমৃতা সাহাও।

কলেজ-পড়ুয়া এক তরুণী জেন। বাবা-মা’কে বুঝিয়ে, জেনকে কালিম্পংয়ে এনেছে তার শিক্ষক তথা অভিভাবক মাইকেল। কলেজে সৌভিক নামে একটি ছেলের সঙ্গে আলাপও হয় তার। সময়ের সঙ্গে গাঢ় হয় সম্পর্কের রং। কিন্তু হঠাৎই বদলে যায় সবকিছু। তরুণী, প্রাণোচ্ছল জেনের ঠাঁই হয় হাসপাতালের কোমায়। নিখোঁজ হয়ে যায় তার হস্টেলের বন্ধু মোনা, নাসিফারা। হঠাৎ কোন ঝড়ের সম্মুখীন হয়েছে জেন? দানা বাঁধছে কোন রহস্য! সব উত্তর নিয়েই আসছে নতুন ছবি ‘ঝড়’।

ছবিতে জেনের শিক্ষক, মাইকেলের চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত। সৌরভ দাসকেও দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। নতুন বছরে মুক্তি পেয়েছে ছবিটির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে বনি ও সৌরভকে দেখা যাচ্ছে মারমুখী মেজাজে। শহরের রাস্তায় বসে রয়েছে তারা। দু’জনের হাতেই রয়েছে আগ্নেয়াস্ত্র। পিছনে দাঁড়িয়ে রয়েছে অমৃতা।

ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অ্যান্থনি জেন। বনি, সৌরভ, অমৃতা ছাড়াও, ছবির আরো কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত, চন্দন সেন, লিজা গোস্বামী, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়। ইতিমধ্যেই, কলকাতায় এবং উত্তরবঙ্গে শুরু হয়েছে ছবির শ্যুটিং। পম্পা সাহা প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ‘পিএস এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক সমিধ মুখোপাধ্যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।