এল বিনোদিনীর প্রথম গান ‘কানহা’, মঞ্চ মাতালো রুক্মিণীর নাচ!
চলতি মাসেই মুক্তি পেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। সম্প্রতি, ৮ই জানুয়ারি মুক্তি পেল সেই ছবির প্রথম গান ‘কানহা’।
গানটির মুক্তি উপলক্ষ্যে সেদিন অহীন্দ্র মঞ্চে হয়েছে এক জমজমাট অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, মীর আফসার আলি, সৌরেন্দ্র-সৌম্যজিৎ, ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়-সহ একঝাঁক তারকা। অনুষ্ঠান আরো জমে গিয়েছে অভিনেত্রীর দুর্দান্ত নাচের পারফরম্যান্সে। কত্থক নাচে মঞ্চ মাতিয়েছেন অভিনেত্রী।
প্রায় ছ’মিনিটের এই গানে, বিনোদিনীর অপূর্ব নৃত্যভঙ্গিমা ছাড়াও দেখা গিয়েছে গুরুমুখ রাইকে। বিনোদিনীর অভিনয়জগতে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল গুরুমুখের। বিনোদিনী তথা রুক্মিণীর কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন মনীষা বসু, সৌভিক চক্রবর্তী ও আভিয়ান রায়। সৌরেন্দ্র-সৌম্যজিতের সুরে, ঈপ্সিতা সেনগুপ্ত ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের লেখা এই গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। অসাধারণ এই গান প্রাণ পেয়েছে তাঁর কণ্ঠের জাদুতে।
সৌরেন্দ্র-সৌম্যজিৎ বলেন, ‘আমরা চাইছিলাম এমন একটা গান তৈরি করতে, যেটায় ঐতিহ্যবাহী ভারতীয় শব্দের সঙ্গে থাকবে বর্তমান সময়ের স্পর্শও। রাধা-কৃষ্ণের রূপকের সঙ্গে মিশে গিয়েছে গানের অভিমান আর বিরহের সুর। শিল্পী হয়ে ওঠার জন্য বিনোদিনীর যে ‘স্ট্রাগল’, সেটাই ফুটে উঠেছে এই গানে।’
ছবিতে বিনোদিনী দাসীকে কিন্তু পরিস্থিতির শিকার হিসেবে দেখানো হয়নি। বরং দেখানো হয়েছে একজন শিল্পী হিসেবে। হাজার প্রতিকূলতা পেরিয়েও যিনি নিজের লক্ষ্যে থাকেন অবিচল। Pramod Films এবং Assorted Motion Pictures-এর প্রযোজনায়, মুক্তি পাচ্ছে Dev Entertainment Ventures নিবেদিত এই ছবি। ছবিতে রুক্মিণী ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্যাল, রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর, চান্দ্রেয়ী ঘোষ, ওম সাহানি প্রমুখ। ছবির জন্য গবেষণামূলক কাজ করেছেন অভ্র চক্রবর্তী; কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার, মিউজিকের দায়িত্বে ছিলেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।
পরিচালক বলেন, ‘এই গান বিনোদিনী দাসীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। তাঁর অধ্যবসায় উদ্বুদ্ধ করে চলেছে প্রজন্মের পর প্রজন্মকে।’
বিনোদিনী দাসীর জীবন নিয়ে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে জানুয়ারি।