‘কিলবিল…’-এর জমজমাট মিউজিক লঞ্চে মঞ্চ মাতালেন সোমলতা থেকে অনুপম
আসছে ‘হেমলক সোসাইটি’র মতো সুপারহিট ছবির সিক্যোয়েল। তার মিউজিক লঞ্চ যে জাঁকজমক করে হবে, তা তো স্বাভাবিক। আর গত ২৯শে মার্চ তেমনই এক অনুষ্ঠানের সাক্ষী থাকল সকলে।
ভারতের উচ্চতম ওয়াচ টাওয়ার রয়েছে এই বাংলাতেই। আর সেখানেই অনুষ্ঠিত হল সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’র মিউজিক অ্যালবাম। সাতটি অসাধারণ গান নিয়ে তৈরি এই অ্যালবাম। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশানি মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু, অরিজিতা মুখোপাধ্যায়ের মতো কলাকুশলীরা। তবে ব্যক্তিগত অসুবিধার কারণে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এ-দিন উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে।
কেবল কলাকুশলীরা নন, উপস্থিত ছিলেন সঙ্গীতজগতের তাবড় তাবড় ব্যক্তিত্বেরা। অনুপম রায়, সোমলতা আচার্য্য চৌধুরী, রণজয় ভট্টাচার্য্য, দুর্নিবার সাহা, তমালিকা গোলদার, সুদীপ নন্দী, সিধুর (সিদ্ধার্থ রায়) উপস্থিতি বাড়িয়ে দিয়েছিল সকলের উৎসাহ। তাঁদের গানে গানে জমে গিয়েছিল অনুষ্ঠান।
ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে ছবির নতুন গান ‘ভালোবেসে বাসো না’। সেই গান গেয়েই অনুষ্ঠান শুরু করেন অনুপম রায়। শোনান ‘হেমলক সোসাইটি’র অন্যতম জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’-ও। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবি থেকেই তাঁর সঙ্গে কাজ করছেন সঙ্গীত পরিচালক অনুপম রায়। এ-দিন তিনি জানান, ‘সৃজিতের সঙ্গে কাজ করা মানেই সব কিছুকে আবার নতুন করে চেনা। বরাবর গানের মাধ্যমেই ও গল্প বলার সীমাকে সরিয়ে দেয় দূরে। এই অ্যালবামও তার ব্যতিক্রম নয়!’
গায়িকা সোমলতা আচার্য্য চৌধুরী শোনান ছবির আরেক জনপ্রিয় গান ‘নেই তুমি আগের মতো’। ছবির নতুন গান ‘কাঁধে মাথা’-র স্পেশাল টিজারের স্বাদ দেন রণজয় ভট্টাচার্য্য এবং দুর্নিবার সাহা। আরেক নতুন গান ‘রেফারির বাঁশি’তে সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক তমালিকা গোলদার। রূপম-সিধুর গাওয়া সেই গান এ-দিন গেয়ে শোনান সিধু। সুদীপ নন্দীর কণ্ঠে শোনা যায় ‘লিখে রাখি প্রেম’।
মিউজিক অ্যালবাম সম্পর্কে সৃজিত বলেন, ‘ছবির মূল কাঠামোর প্রতিফলনই হল এই অ্যালবাম। প্রতিটা গানে একটা করে গল্প রয়েছে। বিভিন্ন শিল্পীর হাত ধরে গানগুলো প্রাণ পেয়েছে।’
অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের মতে, ‘এই ছবিটা আর এর গানগুলো খুবই স্পেশাল। এতজন প্রতিভার সঙ্গে একটা প্রজেক্টে কাজ করা খুবই সম্মানের। আজকের অনুষ্ঠানের এনার্জিটাই বুঝিয়ে দিচ্ছে, এখনই এই ছবি কতটা ভালোবাসা পাচ্ছে!’
কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান কি মিষ্টিমুখ ছাড়া শেষ হতে পারে? তাই এই অনুষ্ঠানের শেষেও ছিল কেক কাটার আয়োজন। আসলে সে-দিনই ছিল অনুপম রায়ের জন্মদিন, তাই দুর্দান্ত এই অনুষ্ঠানের শেষে কেক কেটেই সঙ্গীত পরিচালক তথা গায়কের জন্মদিন উদযাপন করেছে টিম ‘কিলবিল সোসাইটি’।
আগামী ১১ই এপ্রিল মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কিলবিল সোসাইটি’।