Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
TV show

Kon Gopone Mon Bheseche Update: ফের মৃত্যুর মুখে শ্যামলী!

জি বাংলার ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম বিশেষ ধারাবাহিক হল ‘কোন গোপনে মন ভেসেছে’। দক্ষ অভিনেতা অভিনেত্রীদের দারুণ অভিনয় মেগাটিকে একাধিকবার টিআরপি তালিকার প্রথম পাঁচের মধ্যে নিয়ে আসে।

ধারাবাহিকটিতে অন্যতম একটি চমক আসে, যেখানে শ্যামলী তার শ্বশুরবাড়ি অর্থাৎ জোড়াবাড়ি এবং ভালোবাসার মানুষ অনিকেতকে ছেড়ে ফিরে আসে তার বাপের বাড়ি চিলাপোতায়। শ্যামলীর বাপের বাড়ি ফিরে যাওয়া তার ভাইরা মোটেই সোজাভাবে মেনে নিতে পারেনি। বরং কীভাবে দিদিকে ব্যবহার করে টাকা কামানো যায়, তারা মেতেছিল সেই ষড়যন্ত্রে।
শ্যামলী ঠিক করে সে বিয়ের আগে যেমন কাজ করে ভাইদের হাতে টাকা তুলে দিত, তেমনটাই আবার করবে। অন্যদিকে ভাইরা তাকে অতিরিক্ত খাতিরযত্ন করায় শ্যামলীর একটু সন্দেহ হয়। পরবর্তীকালে দেখা যায়, শ্যামলীর সন্দেহই সঠিক। তার ভাইরা শ্যামলীর সঙ্গে মন্দারের বিয়ে ঠিক করে। কিন্তু শ্যামলী তাতে কোনোভাবেই রাজি নয়। অপরদিকে মন্দারও ছাড়ার পাত্র নয়।
বিয়ের দিন রাতে মন্দারের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের আসর ছেড়ে পালায় শ্যামলী। ভাগ্যবশত অনিকেতের সঙ্গে তার দেখা হয়। অনিকেত তার ব্যবসার কাজে গৌহাটি যাচ্ছিল। সবটা জানার পর শ্যামলীকে বাঁচানোর জন্য একটি রেস্তোরায় ওঠে তারা। অন্যদিকে মন্দারের লোক শ্যামলীকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেই রেস্তোরাঁতেই।
সবক’টি ঘর তারা চিরুনিতল্লাশি চালানোর মত খুঁজতে থাকে, কীভাবে এই তল্লাশির হাত থেকে মুক্তি পাবে শ্যামলী এবং অনিকেত? মন্দারের হাত থেকে শ্যামলীকে বাঁচাতে অনিকেত কী পদক্ষেপ নিতে চলেছে? এবার কি অবশেষে শ্যামলী এবং অনিকেতের ভুল বোঝাবুঝি মিটতে চলেছে?
সব প্রশ্নের উত্তর থাকছে ধারাবাহিকের উত্তেজনাময় পর্বে। আর সেইজন্য দর্শকদের অবশ্যই চোখ রাখতে হবে, ‘কোন গোপনে মন ভেসেছে’ প্রতিদিন জি বাংলায়, এবং যেকোনো সময় জি ফাইভে।

Author