Live Entertainment & Love Lifestyle

Tuesday, April 8, 2025
Bollywood

দুঃসংবাদ! অস্কারের মঞ্চ থেকে ‘লাপাতা’ কিরণের ছবি

চলতি বছরে সাড়া ফেলেছিল পরিচালক কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিস’। নির্বাচিত হয়েছিল অস্কারে অংশগ্রহণের জন্যও। কিন্তু অস্কারের মঞ্চে পৌঁছনোর আগেই শেষ হল সেই ছবির যাত্রা।

কান চলচ্চিত্র উৎসবে বিজয়ী হয়েছিল পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’। বক্সঅফিসে আলোড়ন তুলেছিল সন্দীপ রেড্ডী ভঙ্গার ‘অ্যানিম্যাল’। তবে এই দুই ছবিসহ, মোট ২৯টি ছবির মধ্য থেকে অস্কারের মঞ্চে লড়াই করার জন্য, ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’ বেছে নিয়েছিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’কে। সাদামাটা অথচ মনকাড়া সেই ছবিকে এবার বিদায় নিতে হল অস্কারের মঞ্চ থেকে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর ঘোষিত ১৫টি ছবির তালিকায় দেখা গেল না ‘লাপাতা লেডিজ’-এর নাম।

কিরণ রাওয়ের ছিমছাম এ গল্পে ছিল না কোনো ‘স্টার কাস্ট’। সরল এক গ্রাম্য নবদম্পতির অদ্ভুত সমস্যার কথা সেই ছবিতে বলেছেন কিরণ। একই ট্রেনে হারিয়ে গিয়েছিলেন দুই সদ্যবিবাহিতা যুবতী।  তাদের মর্মস্পর্শী কাহিনীই মন কেড়েছিল দর্শকদের। কিরণের গল্পে সূক্ষ্ম স্পর্শে উঠে এসেছিল, পর্দাপ্রথার মত কুসংস্কারের কথাও।

আমির খান প্রযোজিত এই ছবি ব্যবসা করেছিল দুর্দান্ত। কোনো তারকার উপস্থিতি না থাকা সত্ত্বেও, ‘লাপাতা লেডিজ’-এর ব্যবসা তৈরী করেছিল দৃষ্টান্ত। কেবল প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মেও বাজিমাত করেছিল এই ছবি। সেই ছবিরই অস্কারমঞ্চ থেকে বিদায়ে মন ভার দর্শকদের।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।