শ্যুটিংয়ে খুন অভিনেত্রী, নতুন থ্রিলারে জুটি মীর-ঋত্বিকা
বাংলা থ্রিলার সিনেমাপ্রেমীদের জন্য আবারও সুখবর। আসছে নতুন থ্রিলার ‘মহরত’। আর সেই ছবিতে পাওয়া যাবে এক নতুন জুটি। পরিচালক আতিউল ইসলামের এই ছবিতে জুটি বাঁধছেন মীর ও ঋত্বিকা। মুক্তি পেল চরিত্রদের ‘লুক’-এর ছবি।
থ্রিলার গল্পের চাহিদা যত বাড়ছে, ততই যোগানও বাড়ছে থ্রিলারধর্মী ছবির। পরিচালক আতিউল ইসলামের পরিচালনায় খোদ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েই আসতে চলেছে নতুন থ্রিলারভিত্তিক ছবি ‘মহরত’। বিবাহবিচ্ছেদের প্রায় বছরতিনেক পরে, পেশায় চিত্রপরিচালক প্রাক্তন স্বামী সৃজনের সঙ্গে দেখা হয়েছিল নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়ের। কিন্তু শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিংস্থলেই খুন হয় অপর্ণা। সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসারের হাতে আসে অপর্ণার হত্যারহস্য তদন্তের ভার।
তদন্ত যত গভীরে যায়, সম্পর্কের সমীকরণ, হিংসা-লোভ-অসততার মত রিপু উঠে আসে প্রকাশ্যে। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার নায়ক সোহেল খানের নাম। বাংলাদেশ থেকে এদেশে এসেছে সোহেল। এসব ছাড়াও রয়েছে সংবাদমাধ্যমের পেজ থ্রি-র ব্রেকিং নিউজের চাপ। ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সংবাদমাধ্যম। আদৌ কোনদিকে মোড় নিতে চলেছে এই গল্প!
ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। ছবির একেবারে মুখ্য চরিত্রে রয়েছেন মীর আলম এবং ঋত্বিকা সেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, ঋষিরাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপি ঘোষ প্রমুখ। অভিনেতা মীর বলেন, ‘এই প্রথম বড়ো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। অনেকটা দায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেকটা প্রিপারেশান নিয়ে ছবিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
সালিমা খাতুনের প্রযোজনায় এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে চলতি বছরেই। থ্রিলারের মোড়কে এই নতুন গল্প দর্শকদের মন কতটা জয় করতে পারে, সেটাই এখন দেখার।