Live Entertainment & Love Lifestyle

EntertainmentMusic

আমন আলি থেকে বিক্রম ঘোষ, বসন্ত সন্ধ্যায় তিনদিন ধরে ‘নাদ’ ফেস্টিভ্যালে ভাসবে কলকাতা

আমন আলি থেকে বিক্রম ঘোষ, বসন্ত সন্ধ্যায় তিনদিন ধরে ‘নাদ’ ফেস্টিভ্যালে ভাসবে কলকাতা। সঙ্গীতের আসর এই শহর কলকাতায় নতুন নয়। কিন্তু ‘নাদ’ এমন এক অভিনব উচ্চমানের মনোজ্ঞ ফিউশন শাস্ত্রীয় সঙ্গীতের আসর যেখানে শ্রোতারা বিরল যুগলবন্দির সুর-তাল-ছন্দে নিজেদের জারিয়ে নিতে পারেন। এবারেও তার অন্যথা হচ্ছে না। ভারতীয় বিদ্যা ভবন এবং পন্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বসন্ত-সন্ধ্যায় বসছে “নাদ”-এর আসর। গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন পন্ডিত বিক্রম ঘোষ।

‘নাদ’-এর বয়স মোটে চার। শাস্ত্রীয় সঙ্গীত জগতের ঐতিহ্যে নতুন পালক। কিন্তু এই চার বছরেই কলকাতার মন জয় করে নিয়েছে এই অনুষ্ঠান। এবারে ২১ থেকে ২৩ মার্চ এই তিনদিন ধরে জি ডি বিড়লা সভাঘরে সন্ধ্যে ৬ টা থেকে বসছে ‘নাদ’-এর আসর। শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় তাবড় শিল্পীরাই এবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে থাকছে ফিউশন।  ‘নাদ’-এর প্রথম দিনে থাকছে আমন আলি বঙ্গাসের সরোদ, তবলায় অনুব্রত চট্টোপাধ্যায়। থাকছে অদিতি মঙ্গলদাসের কত্থক, অজয় পহঙ্কার এবং অভিজিৎ পহঙ্কারের যুগলবন্দি ‘সাউন্ডস্কেপ’, একক হারমোনিয়ামে তন্ময় দেওচকে। এবারের উৎসবে অন্যতম আকর্ষণ শেষদিনে বিক্রম ঘোষের ব্র্যান্ড নিউ “ট্রান্সফর্মশন”। তবলা, মৃদঙ্গম, ভায়োলিন, কিবোর্ডের মিশ্রনে এক অভিনব ফিউশন।

ভারতীয় বিদ্যা ভবন-এর তরফ থেকে জি ভি সুব্রহ্মমনিয়ম এবং বিক্রম ঘোষ দুজনেই চান কলকাতার সাংস্কৃতিক পরিমন্ডলে শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে অন্য মাত্রা আনতে। অনেকসময়ই অনেককে জিজ্ঞেস করতে দেখা যায়, শাস্ত্রীয় সঙ্গীত এখন আদৌ কেউ শোনেন কিনা! তবে তাদের কথার যে যৌক্তিকতা যে কতটা কম, তা এর আগেও বোঝা গিয়েছে বহুবার। একাধিক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের সমস্ত টিকিট বিক্রি হয়েছে চোখের পলকে। এ নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং বিক্রম ঘোষও। বলেছিলেন, ‘শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের টিকিট কিন্তু নিমেষে বিক্রি হয়ে যায়। তাও কিছু মানুষের প্রশ্ন, এখন কি আর শাস্ত্রীয় সঙ্গীত শোনেন? অনুষ্ঠানগুলো কিন্তু প্রতি নিয়ত হাউসফুল হয়।’

বলা বাহুল্য, কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে ‘নাদ’ সেই নতুন পালক। বিক্রম ঘোষের কথায়, “ইতিমধ্যেই ‘নাদ’ মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রত্যেক বছরের মত এবারেও থাকছে অনেক চমক। তবে এবারে প্রবেশমূল্য আছে, আপনারা টিকিট কেটে ফেলুন, প্রতি বছরের মত এবছরও আপনারা অন্যরকম স্বাদ পাবেন।”

Authors

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
  • Mitalee Bagchi

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।