বন্দুক হাতে রোহন-অনিন্দ্য, কীভাবে ‘রাজা’ হলেন দুই বন্ধু!
বাণিজ্যিক ছবির জগতে ধীরে ধীরে ফিরছে অ্যাকশনের জোয়ার। সম্প্রতি কয়েকটি অ্যাকশন ছবির ব্যাক টু ব্যাক সাফল্যের পরে, এবার আসছে নতুন অ্যাকশন ছবি ‘ব্রহ্মার্জুন’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার।
প্রায় সওয়া একমিনিটের এই ঝলকে দেখা মিলেছে একাধিক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর। অ্যাকশন দৃশ্য আর পাওয়ার-প্যাকড সংলাপে জমে উঠেছে ছবির টিজার। ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় দুই তরুণ অভিনেতা রোহন ভট্টাচার্য্য এবং অনিন্দ্য সেনগুপ্তকে। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে এই দুই অভিনেতাকে। মীনা শেঠি মণ্ডল প্রযোজিত এই ছবি পরিচালনা করছেন সৌভিক দে।
ঝাড়খণ্ডের দুই বিস্তীর্ণ অঞ্চল – গালুড়ী আর শেখমুলুক। দু’জায়গাতেই তুমুলভাবে চলে গাঁজা পাচারের কাজ। গালুড়ীতে একচেটিয়া রাজত্ব করে নরেশ পাল আর শেখমুলুক এলাকার রাজত্বের ভার আলম শেখ নামে আরেক দুষ্কৃতীর হাতে। বে-আইনি এই কাজ নিয়ে তাদের মধ্যে চলে ক্ষমতার লড়াইও। আর সেই লড়াইতে জড়িয়ে পড়ে ব্রহ্মা (রোহন ভট্টাচার্য্য) আর অর্জুন (অনিন্দ্য সেনগুপ্ত)। নরেশ পাল আর আলম শেখের ‘রাক্ষসসেনা’দের হারিয়ে, কীভাবে ‘রাজা’ হয়ে ওঠে দুই বন্ধু, সেই গল্পই বলবে ‘ব্রহ্মার্জুন’।
রোহন আর অনিন্দ্য ছাড়া, ছবির আরো দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য (পুষ্পা) এবং অমিত শেঠী (নান্নু যাদব)। এছাড়াও, খরাজ মুখোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, জারিনা ওয়াহাব, মুকেশ তিওয়ারি, মুস্তক খান, মোহানা মীমকেও দেখা যেতে চলেছে এই ছবিতে। মীনা শেঠি মণ্ডল প্রযোজিত এই ছবির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়।
ছবির মূল কাহিনিও লিখেছেন পরিচালক সৌভিক দে স্বয়ং। চিত্রনাট্য এবং সংলাপ লেখার কাজ করেছেন সৌভিক দে এবং অর্ণব গুহ। ছবির ক্যামেরার দায়িত্ব রয়েছে অর্ণব গুহর হাতে। অন্যান্য অ্যাকশন থ্রিলার ছবির মতোই, এই ছবিতেও ব্যবহৃত হয়েছে ভিস্যুয়াল এফেক্টস। সেই দায়িত্বে রয়েছে শুভায়ন চন্দ্র। এছাড়া ছবি সম্পাদনা করার কাজটি করবেন পবিত্র জানা।
এর আগে, একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য্য। ‘হোস্টেল ডে’জ’, ‘বিষহরি’র মতো বিভিন্ন জনপ্রিয় ওয়েবসিরিজে। অভিনয় করেছেন ‘কর্কট’-এর মত ছবিতেও। প্রশংসাও কুড়িয়েছেন দর্শকদের কাছ থেকে।
অন্যদিকে, অনিন্দ্য সেনগুপ্তও বর্তমানে তরুণ প্রজন্মের একজন সুদক্ষ অভিনেতা। মঞ্চ থেকে বড়পর্দা, অভিনয় থেকে সঞ্চালনা, সবেতেই তিনি সমান পারদর্শী। একাধিক ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েবসিরিজে কাজ করেছেন অনিন্দ্য।
এর আগে একটি প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্মে ‘হোস্টেল ডে’জ’ ওয়েবসিরিজে অভিনেতা রোহন ভট্টাচার্য্যের সঙ্গে কাজ করেছিলেন অনিন্দ্য। এই ছবির হাত ধরে আবারও তাঁদের দেখা যাবে একসঙ্গে।