EntertainmentTollywood

কমলেশ্বরের আঁকা ছবির প্রদর্শনীর ব্যবস্থা করবেন ব্যর্থ পরিচালক!

কথায় বলে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। কিন্তু আমাদের চারপাশেই এমন অনেক মানুষকে আমরা দেখি, যারা পেতে চায় অনেককিছুই, কিন্তু ছাড়তে পারে না। তেমনই একজন মানুষের গল্প বলতে আসছে পরিচালক সুদীপ্ত লাহার ছবি ‘কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির টিজার।

ছবির একেবারে মুখ্য চরিত্রটি এক তরুণ পরিচালক, সুদীপ্তর। নিতান্ত অসংবেদনশীল, হতাশাগ্রস্ত, স্বার্থপর সে। দুর্দান্ত একটা মাস্টারপিস বানাতে চায় সে, অথচ সে-কাজের জন্য কোনোরকম ত্যাগস্বীকার করতে সে রাজি নয়। প্রথম ছবি চূড়ান্ত ব্যর্থ হলে, কিছু নিম্নমানের ‘থ্রিলার’ বানানোর কাজে লেগে পড়ে সুদীপ্ত।

জীবনের এই অদ্ভুত পর্যায়ে, দিদির বাড়িতে, তাঁর সঙ্গে আলাপ হয় এক চিত্রশিল্পীর, যাঁর কোনো ছবিই বিক্রি হয়নি কখনো। শিল্প নিয়ে এক অদ্ভুত সংশয় জাগে সুদীপ্তর মনে। নিজের ছবির নায়ক ও প্রযোজককে নিয়ে সে ব্যবস্থা করে এক প্রদর্শনীর।

এই ছবির হাত ধরেই ফিচার ফিল্ম পরিচালনার জগতে পা রাখলেন সুদীপ্ত লাহা। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, রাজেশ্বরী পাল, পার্থ সারথি এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়কে।

পরিচালনা ছাড়াও, ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত লাহা স্বয়ং। ‘Sreema Creation’ প্রযোজিত, অভিজিৎ নন্দী নিবেদিত এই ছবির ক্যামেরার দায়িত্বে আছেন উত্তরণ দে, সম্পাদনার দায়িত্বে আছেন অনির্বাণ মাইতি, সাউন্ডের দায়িত্ব রয়েছে শিলাজিৎ চক্রবর্তীর হাতে।

ছবির পরিচালক সুদীপ্ত লাহার মতে, ‘আমি চাই, মানুষ অন্যের দৃষ্টিভঙ্গিটাও বুঝুক। শুধু গল্প নয়, মানুষকে আকর্ষণ করে অন্য মানুষের অবস্থা আর পরিস্থিতি। সিনেমাটা কতটা “ভালো”, সেটার থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ একটা সম্পূর্ণ ম্যানিপুলেশান-বর্জিত সিনেমা বানানো। তাই সিনেমায় কোনরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়নি। বেশিরভাগ সিনের মাঝে কোন কাট নেই এবং ক্লোজ শটের ব্যবহার প্রায় নেই বললেই চলে।’

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।