আমির-পুত্রের সঙ্গে জুটি শ্রীদেবী-কন্যার, জানা গেল ছবির নাম
আমির-পুত্র জুনেইদের সঙ্গে জুটি বাঁধছেন শ্রীদেবী-কন্যা। তবে এই কন্যা জাহ্নবী নন। জুনেইদের সঙ্গে জুটিতে দেখা মিলবে খুশী কাপুরের। ছবির নাম জানা গেল গতকাল।
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিটি পরিচালনা করেছিলেন অদ্বৈত চন্দন। পরিচালনা করেছিলেন ‘সিক্রেট সুপারস্টার’-এর মত ছবিও। এবার জুনেইদ-খুশীর নতুন ছবি পরিচালনার দায়িত্বেও সেই অদ্বৈত চন্দনই। ‘ফ্যান্টম স্টুডিয়োজ’ এবং ‘এজিএস এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত এই ছবি আসলে রোম্যান্টিক কমেডি ঘরানার। এর আগে বহুবার সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘ফ্যান্টম স্টুডিয়োজ’ প্রযোজিত একাধিক ছবি। ‘এজিএস এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনাতেও হিট হয়েছে বহু বাণিজ্যিক ছবি। এবার হাত মিলিয়েছে এই দুই বড় প্রযোজনা সংস্থা। তাই আশা করাই যায়, বহুদিন পর এরকম ‘রম-কম’ জঁরের গল্প উপহার পাবেন দর্শকেরা।
জুনেইদ-খুশীর নতুন ছবি জুড়ে যেমন থাকবে প্রেম-ভালবাসা-বিরহ, তেমনি থাকবে প্রাণখোলা হাসি-মজা। শুধু ছবির বিষয়বস্তু নয়, ছবির নামেও রয়েছে চমক। অদ্বৈত চন্দনের নতুন এই ছবির নাম ‘লাভইয়াপা’। সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সবকিছুই। তেমনই, এখনকার ছেলেমেয়েদের মধ্যে ভালবাসা, প্রেম প্রকাশের ধরন – সবকিছুই বদলেছে সময়ের হাত ধরে। এখনকার দুই তরুণ-তরুণীর চরিত্রই ফুটিয়ে তুলবেন জুনেইদ-খুশী। এই প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যেতে চলেছে পর্দায়।
নামের সঙ্গে সঙ্গে গতকালই জানা গিয়েছে ছবির মুক্তির তারিখও। ২০২৫ সালের দ্বিতীয় মাসেই মুক্তি পেতে চলেছে ‘লাভইয়াপা’। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ৭ই ফেব্রুয়ারি। সেলেব-পুত্রের সঙ্গে সেলেব-কন্যার রসায়ন কেমন হবে? ইতিমধ্যেই, সেই নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে তরজা।