Live Entertainment & Love Lifestyle

Saturday, April 26, 2025
Music

প্রেম দিবসের প্রাক্কালে দুর্নিবার সাহার নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’, অভিনয়ে রাজেশ্বর-পর্ণা

সামনেই ভ্যালেন্টাইন ডে। প্রেম দিবস। প্রেম দিবসের প্রাক্কালে প্রেম নিবেদন করলেন গায়ক দুর্নিবার সাহা। কী কান্ড! কিন্তু কাকে?

হ্যাঁ, দুর্নিবার বিকেলবেলায় প্রেম নিবেদন করেছেন ঠিকই, তবে কোনও ব্যক্তিকে নয়। “বিকেলবেলা” দুর্নিবারের ভ্যালেন্টাইন ডে স্পেশ্যাল মিউজিক ভিডিও। প্রেম দিবস উপলক্ষে দুর্নিবারের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’।

এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রাজেশ্বর এবং পর্ণা। রাজেশ্বর পরিচিত মুখ। “গল্পের মায়াজাল” এবং বেশ কিছু ছবিতে রাজেশ্বর অভিনয় করেছেন। রাজেশ্বরের কথায়, “প্রেম বলতেই তো আমরা গোলাপ ফুল, কার্ডস এসব বুঝি, কিন্তু প্রেম মানে কিন্তু বিরহও বটে। সব প্রেমেই বিরহ লুকিয়ে থাকে। আমাদের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’ সেই বিরহকে ফুটিয়ে তোলে।”

এ গান শুধু ভালোবাসার নয়। বরং এই গানে ফুটে উঠবে বিরহের সুর। ভালোবাসার দিনে সাধারণত প্রেমের গান, মিলনের গান মুক্তি পাওয়াই হয়ত দস্তুর। তবে সেই ছক এবার ভাঙবে ‘বিকেলবেলা’ গানের হাত ধরে। মিলনের সুরে যেমন থাকে প্রেমের ছোঁয়া, ভালোবাসার স্পর্শ; তেমনই বিরহের সুর, বিচ্ছেদের সুরও বোঝায় ভালোবাসার সূক্ষ্মতর অনুভূতিগুলো।

যে মানুষগুলোর সঙ্গে আমাদের বিচ্ছেদ হয়, বিচ্ছেদের আগে পর্যন্ত তাদের মূল্যই আমাদের জীবনে থাকে সবচেয়ে বেশি। সেই মানুষগুলোই একটা সময় পর্যন্ত খেয়াল রাখে আমাদের ভালো, মন্দ; ঠিক, ভুলের। মতের অমিল বা পরিস্থিতির প্রতিকূলতা কখনোই সেই ভালোবাসার পথে বাধা হতে পারে না। ভাগ্যের ফেরে চলার পথ আলাদা হয় ঠিকই, কিন্তু সেই মানুষগুলোও আমাদের মনে থেকে যায় একটা ছোট্ট ভালোবাসার কুঠুরিতে। এ গানের বিরহের সুরও মানুষের মন ভেজাবে যত্ন নিয়ে, সেকথা বলা-ই বাহুল্য।


ইতিমধ্যেই ‘বিকেলবেলা’-র ট্রেলার বেরিয়েছে। কথা এবং সুর নীল সরকারের। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শান্তনু মিত্র। ‘বিকেলবেলা’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়ায় প্রেমের দিবসের প্রাক্কালে বিরহের সুর!

গানের জগতে এখন একটা বড় নাম দুর্নিবার সাহা। বিভিন্ন মিউজিক ভিডিওতে শোনা যায় তাঁর গান। অবশ্য শুধু মিউজিক ভিডিও নয়। এছাড়াও, তাঁর গান এখন শোনা যায় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে, সিনেমাতেও। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে গান গেয়েছিলেন তিনি। দুর্নিবারের গাওয়া নানা গানে বরাবরই মুগ্ধ হন শ্রোতারা। আশা করা যায়, তাঁর কণ্ঠে এমন বিরহের সুর অবশ্যই মন কাড়বে তাঁদের।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author