Hoichoi: আসছে নতুন সিরিজ, মানালি-সুহোত্র-সৃজলার ত্রিকোণ সম্পর্ক!
নিয়মিত একের পর এক দুর্দান্ত ওয়েবসিরিজ মুক্তি পাচ্ছে হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে। ফের জানা গেল আরেক সিরিজের খবর। জানা গেল মুখ্য তিন চরিত্রের অভিনেতা-অভিনেত্রীর নামও।
পল্লবী এক অল্পবয়সী মেয়ে। স্নেহহীন শৈশব কেটেছে হলদিপুরে, অপরাধজগতের অন্ধকারে। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের তরুণ, অরিন্দমের সঙ্গে আলাপ হয় তার। পেশায় শিক্ষক অরিন্দমের সংসারে আছে স্ত্রী মিথিলা আর মা। এই ছোট্ট সংসারেই সুখ খুঁজে পায় সে। আর পল্লবী সুখ খুঁজে পায় অরিন্দমের মধ্যে। তার দমবন্ধ করা গুমোট জীবনে অরিন্দম যেন খোলা জানালা। বিবাহিত জেনেও, যেকোনো মূল্যে তাকে নিজের করে পেতে চায় পল্লবী। পরিবারের এই দুঃসময়ে কি রুখে দাঁড়াতে পারবে মিথিলা? সে-গল্পই বলবে হইচইয়ের এই নতুন ওয়েবসিরিজ।
অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত এই সিরিজে পল্লবী, অরিন্দম এবং মিথিলার চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে সৃজলা গুহ, সুহোত্র মুখোপাধ্যায় এবং মানালি মনীষা দে। তবে অভিনেতা-অভিনেত্রীদের নাম জানা গেলেও, ঠিক হয়নি সিরিজের নাম। সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকছেন অদিতি রায়।
এর আগেও, হইচইয়ের একটি জনপ্রিয় ওয়েবসিরিজে জুটি বাঁধতে দেখা গিয়েছিল সুহোত্র-মানালিকে। আলাদাভাবে অভিনয় করেছেন একাধিক ওয়েবসিরিজে। এমনকি, এই ওটিটি প্ল্যাটফর্মেরই অন্য দুটি সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজলাও। এর আগেও, প্রত্যেকবারই যথেষ্ট জনপ্রিয় হয়েছে তাঁদের প্রত্যেকের কাজ।
তবে শুধু সম্পর্কের গল্পই নয়। ‘হলদিপুর’-এর মাফিয়ারাজের ছোঁয়ায় যে এই সিরিজের গল্পে দর্শক ‘থ্রিল’-ও সে আন্দাজ করা যাচ্ছে এখন থেকেই।