প্রেমদিবসে চমক, ‘অরা ফাইন জুয়েলারি’র বক্সসেট কাড়ল নজর
সদ্য কাটল প্রেমদিবস। আর এই প্রেমদিবসে মনের মানুষটিকে কী দেবেন, তা ভেবে পান না অনেকেই। তবে এবছরে সে ভাবনা ঘুচিয়ে দিয়েছিল ‘অরা ফাইন জুয়েলারি’। সাধ্যের মধ্যে সাধ মেটাতে তারা নিয়ে এসেছে নতুন বক্সসেট।
১৮৮৮ সাল। সদ্য চালু হওয়া কোম্পানিটি তখনো ‘অরা ফাইন জুয়েলারি’ হয়ে ওঠার স্বপ্ন দেখেনি। হিরে, মণি-মানিক তৈরির সেই কোম্পানি এই ১৩৬ বছরে ফুলেফেঁপে দাঁড়িয়েছে আজকের চেহারায়। দেশের চল্লিশটি শহরে রয়েছে মোট সাতানব্বইটি আউটলেট। রয়েছে হিরের গয়নার দুর্দান্ত সম্ভার। আর তারাই এবার নিয়ে এল অসাধারণ এক অল-ইন-ওয়ান বক্স সেট। একটা চোখ-ধাঁধানো নেকপিসের সঙ্গে মানানসই একজোড়া দুল রয়েছে সেই সেটে।
তবে কেবল প্রিয় মানুষটির জন্য নয়, এই বক্স সেট কেউ কিনতে পারেন নিজের জন্যেও। মাত্র ৮৯,৯৯৯ টাকাতেই পাওয়া যাবে খাঁটি হিরের তৈরি এই হার-দুলের সেট। ছিমছাম ডিজাইনের দুর্দান্ত এই গয়না নজর কাড়বে সকলেরই। এছাড়াও, সীমিত সময়ের জন্য আরো বেশ কিছু অফারের আয়োজন করেছেন উদ্যোক্তারা। হিরের গয়না কিনলেই মিলবে ২৫% পর্যন্ত ছাড়। ইএমআই-য়ের ক্ষেত্রে কোনো সুদ লাগবে না। পুরনো সোনার এক্সচেঞ্জে পাওয়া যাবে ১০০% মূল্য।
বহুদিন ধরেই নারীদের গয়নার বাক্সের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ‘অরা ফাইন জুয়েলারি’। প্রেমদিবসের আগে এমন উদ্যোগ নিয়ে স্বাভাবিকভাবেই তারা মন জয় করেছে সকলের।