Live Entertainment & Love Lifestyle

Entertainment

Klikk: ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি’তে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা

ইতিমধ্যেই শুরু হয়েছে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন মেগা সিরিজ ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি’। এবার তার নতুন পর্বগুলোয় দেখা যেতে চলেছে ছোটপর্দার আরো একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।

তাদের মধ্যে অন্যতম আকর্ষণ টুম্পা ঘোষ। বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘শ্যামা’, ‘রাগে অনুরাগে’, ‘অগ্নিজল’ ইত্যাদি ধারাবাহিকের জন্যে সুখ্যাত টুম্পা ঘোষকে শীঘ্রই দেখা যাবে একটি মজার চরিত্রে। একজন মানসিক ভাবে বিভ্রান্ত, বিচিত্র চরিত্র – ‘কিরণবালা’। হঠাৎ একদিন সে এসে হাজির হয় প্রধান চরিত্র বিধান (রোহিত মুখোপাধ্যায়) ও কল্যাণীর (সুদীপা বসু) বাড়িতে।

একা কিরণবালা নয়, তাকে খুঁজতে খুঁজতে হাজির হয় তার বাবাও। তিনি আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিরণ ব্যানার্জি (রানা বসু ঠাকুর)। আর তারপরেই মোড় নেয় গল্প। ঘটতে থাকে মজার কাণ্ডকারখানা।

এছাড়াও রয়েছে আরও চমক। এবার এই মেগা সিরিজে দেখা যাবে এক দক্ষিণ ভারতীয় পরিবারকে। আয়ারাপ্পা চরিত্রে দেখা যাবে থিয়েটার, ছোটোপর্দা, বড়োপর্দা-খ্যাত অভিনেতা সঞ্জীব সরকারকে, তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সুপর্ণা দাস, আর তাঁদের দস্যি ছেলে রাপ্পার চরিত্রে দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর সঞ্চালক সৌম্যদীপ্ত সাহা ওরফে লাড্ডুকে।

ইতিমধ্যেই, ‘কাকাবাবু’র আদলে তৈরি এক দারুণ মজাদার গোয়েন্দা চরিত্র ব্যাঁকাবাবুর ভূমিকায় দেখা গেছে ‘মীরাক্কেল’-খ্যাত রাজু নন্দী ওরফে ভিকিকে।

নির্দেশক সৌমাল্য ভট্টাচার্য জানালেন, ‘খোশমেজাজের হাসির ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সপ্তাহে প্রস্তুত নতুন চমকদার কন্টেন্ট। এই ধারাবাহিকতা গত কয়েকমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ধরে রাখতে পেরেছি বলেই, দর্শকদের এতো স্নেহ-ভালোবাসা পেয়েছি আমরা। আমরা আপ্লুত ও দর্শকদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই আমাদের সৃজনশীল প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায়কে, যিনি এই অক্লান্ত পরিশ্রমে রোজ সামিল হয়ে সাহস জুগিয়ে চলেছেন, নিত্য নতুন আইডিয়াও দিচ্ছেন, লিখছেনও আমাদের লেখক সঞ্জয় ভট্টাচার্য এর সাথে। আর আগাগোড়া যাঁরা আস্থা রেখেছেন পরিবারের গুরুজনের মতো, নতুন ধারার মেগাসিরিজের দিগন্তকে আরো প্রসারিত করেছেন – ক্লিক-এর কর্ণধার অভয় ও নীরজ তাঁতিয়া l ফ্রেশ কন্টেন্ট মাথায় রেখে, চিত্রনাট্যের গুণমান সমৃদ্ধ করে আমরা নিত্যনতুন ভালো চরিত্রাভিনেতা নিয়ে আসছি।’

উল্লেখ্য, মেগা সিরিয়ালের আদলে তৈরি এই মেগা সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অগুনতি দর্শকের কাছে। প্রতি  শুক্রবার দেখা যাচ্ছে হাস্যকৌতুকে ভরপুর নতুন এক-একটা পর্ব।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।