Live Entertainment & Love Lifestyle

Wednesday, April 30, 2025
Music

ভক্তদের জন্য চমক, ইমনের কণ্ঠে এবার ‘আইটেম নাম্বার’

যেকোনো জঁরেই তিনি সমান স্বচ্ছন্দ। ইমন চক্রবর্তীর গান সবসময়ই মন কাড়ে অনুরাগীদের। এবার তাঁর গলায় শোনা যাবে নতুন আইটেম নাম্বার। তাঁর কণ্ঠে এবছরের ‘গ্ল্যাম অ্যান্থেম’ মুক্তি পেল সম্প্রতি।

গানের নাম ‘পাউটি কুইন’। কেবল আইটেম নাম্বার নয়, এ গান পুরোদস্তুর ‘পার্টি মেটেরিয়াল’। ‘পার্টি সং’য়ের মতোই ‘ভাইব’ এই গানের। গানের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে মধুমিতা গুপ্তকে। তাঁর লাস্যময়ী শরীরী বিভঙ্গ ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটিজেনদের বুকে। গানের প্রতিটি শব্দ, পংক্তির সঙ্গে মিলেমিশে গিয়েছে তাঁর আঙুলের ইশারা। তাঁর চাহনি নেশাতুর করেছে ভক্তদের। দর্শকের চোখ লোহা হলে মধুমিতা আক্ষরিক অর্থেই চুম্বক।

বিভিন্ন ধরনের গান নিয়মিত মুক্তি পেয়ে চলেছে ‘সারেগামা বাঙালি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সব বয়সের শ্রোতাদের জন্যই গান বাঁধেন তাঁরা। তাঁদের নয়া উদ্যোগ এবার তরুণ প্রজন্মের জন্যই। তাঁদের ইউটিউব চ্যানেলে একটি নতুন ‘আইটেম নাম্বার’ মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই গানটিই গেয়েছেন ইমন চক্রবর্তী। রবীন্দ্রসঙ্গীত থেকে বাউলগীতি – কোনো গানেই তিনি পিছিয়ে নেই কারোর থেকে।

অনুপম রায়ের সুরে, ‘প্রাক্তন’ ছবিতে ‘তুমি যাকে ভালোবাসো’ গেয়েছিলেন ইমন। সেই শুরু। ওই একটি গানেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। পেয়েছিলেন ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-ও। এবার তাঁকে একেবারে অন্যরূপে পেতে চলেছেন অনুরাগীরা। শান্ত কণ্ঠে ভালোবাসার বার্তা ছড়াবেন না তিনি, বলবেন না বিরহের গল্প। বরং তাঁর কণ্ঠ এবার শোনা যাবে ‘পাউটি কুইন’-এর মতো এক ‘গ্ল্যাম অ্যান্থেম’-এ।

‘সারেগামা’-র এই নতুন গানটি বেঁধেছেন সুরকার অদিতি বসু। সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানটি লেখার কাজও করেছেন তিনিই। ইমনের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে গানটির অংশবিশেষ গেয়েছেন শিল্পী সুপ্রীত সরকার। শমীক গুহ রায় ছিলেন এই সঙ্গীতের প্রযোজনার দায়িত্বে। আর এই গানের আঁতুড়ঘর ছিল ‘Muzik House Studio’।

নানাধরনের গান শোনার পাশাপাশি এখন মানুষের মন মজেছে ‘মিউজিক ভিডিও’তে। গান শোনার পাশাপাশি নিত্যনতুন ভিডিও দেখতেও বেশ উৎসাহী নতুন প্রজন্ম। সেইসব ভিডিওতে থাকে নানা গল্প। কখনো তা প্রেমের, আবার কখনো তাতে থাকে বিরহের ছোঁয়া। তবে ‘পাউটি কুইন’ যে একেবারেই চিরাচরিত সেই গল্প বলার ধারপাশ মাড়ায়নি, সে-কথা বলাই বাহুল্য। মধুমিতার দুর্দান্ত পারফরম্যান্স আর ইমনের গাওয়া গানে মুগ্ধ হয়েছে বাঙালি দর্শক। তাদের ‘পার্টি সং’য়ের তালিকায় এ গান নিজের জায়গা করে নিয়েছে অনায়াসেই।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।