Rituparna-Sharmila: মুক্তি পেল ‘পুরাতন’-এর মায়ামাখা টিজার
একটা হলুদ হয়ে যাওয়া কাগজ, কি ১৯৭৪ সালের অতিপ্রাচীন এক পাশবই, ‘পুরাতন’ই হয়তো অনেকসময় হয়ে ওঠে আমাদের বেঁচে থাকার রসদ। সুমন ঘোষের আগামী ছবি ‘পুরাতন’-এর টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি।
২০০৯ সালের ‘অন্তহীন’ ছবির ১৪ বছর পর, ফের বাংলা ছবিতে ফিরলেন বর্ষীয়সী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁর জন্মদিনেই শুরু হয়েছিল ছবির শ্যুটিংয়ের কাজ। বড়দিনের আবহে মুক্তি পেয়েছিল পোস্টারও। আশিবছর বয়সী এক বৃদ্ধা (শর্মিলা ঠাকুর) তাল রাখতে পারছেন না বর্তমানের সঙ্গে। বিদ্রোহ করছে স্মৃতি। প্রয়াত স্বামীর দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো জিনিসকেও ‘পুরনো’ বলে ফেলে দিতে চায় না তাঁর মন।
জামাই রাজীব (ইন্দ্রনীল সেনগুপ্ত) এবং মেয়ে ঋতিকার (ঋতুপর্ণা সেনগুপ্ত) সঙ্গে তাঁর রসায়ন, দৈনন্দিন স্মৃতিযাপন সবকিছু নিয়েই তৈরি এই ছবি। সওয়া দু’মিনিটের এই টিজার জুড়ে রয়েছে ‘পুরাতন’-এর ছাপ। কালের গহ্বরে হারিয়ে যেতে বসা অতীতকে বার করার চেষ্টা করছে ঋতিকা আর রাজীব। ২০২৪ সালের MAMI Mumbai Film Festival-এর গালা প্রিমিয়ারে নির্বাচিত হয়েছিল এই ছবি। DC South Asian Film Festival-এ পেয়েছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার।
ঋতুপর্ণা সেনগুপ্ত নিবেদিত, ‘ভাবনা আজ ও কাল’ প্রযোজিত এই ছবির মিউজিকের দায়িত্ব অলকানন্দা দাশগুপ্তের হাতে। আগামী ১১ই এপ্রিল, নববর্ষের আবহে বড়পর্দায় মুক্তি পাবে ‘পুরাতন’।