Raas: মুক্তি পেল পোস্টার, বিক্রমের সঙ্গে জুটি বাঁধবেন দেবলীনা!
আগেই জানা গিয়েছিল, আসছে তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘রাস’। এবারেও মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। সেই ছবিরই ডিজিটাল পোস্টার মুক্তি পেয়েছে গত ৩রা জানুয়ারি, শুক্রবার।
এই ছবির হাত ধরেই প্রথমবারের জন্য মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। বিক্রমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। বিক্রম-দেবলীনা ছাড়াও, ছবিতে থাকছেন অন্তত জনাপঞ্চাশেক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী। ডিজিটাল পোস্টারে দেখা যাচ্ছে, বাড়ির পুরনো জিনিসপত্রের মাঝে, রাসের মুকুট মাথায় দিয়ে বসে রয়েছেন বিক্রম-দেবলীনা। সঙ্গে রয়েছেন অনসূয়া মজুমদারও। দেখা যাচ্ছে, অর্ণ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীদেরও।
‘হারিয়ে যাওয়া বাঙালীদের গল্প’ বলতে আসছে ‘রাস’। বছরতিরিশের যুবক সোমনাথ (বিক্রম) একজন ইঞ্জিনিয়ার। কিছুদিনের মধ্যেই, সাঁঝকে (পারিজাত চৌধুরী) বিয়ে করে কানাডা চলে যাওয়ার কথা তার। কিন্তু তার আগে, আঠেরোবছর পর তাকে ফিরতে হয় তার শৈশবের গ্রাম, মানিকপুরে। তাও আবার এক রাস উৎসবের দিন, যে উৎসবের দিনেই আঠেরোবছর আগে সোমনাথ হারিয়েছে তার মা’কে।
প্রযুক্তির হাত ধরে মানিকপুরের অনেককিছু বদলালেও, বদলায়নি মানুষগুলোর খাঁটি সোনার হৃদয়। দিদামা অলকানন্দা (অনসূয়া মজুমদার) থেকে ছোটবেলার প্রিয় বন্ধু রাই (দেবলীনা কুমার), বদলায়নি কেউই। বড় সরকারী চাকরির পরীক্ষা পাশ করেও, এই মফস্বলেই থেকে গেছে রাই। এখানকার ছোট্ট প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়ায় সে। এই শিকড়ের টান উপেক্ষা করে সোমনাথ কি আদৌ বিদেশে চলে যেতে পারবে? নাকি এদের একজন হয়ে থেকে যাবে এই গ্রামেই? দুটো পরস্পরবিরোধী সময়, মূল্যবোধ, হারিয়ে যাওয়া ভালবাসা, বাঙালী মনন এই কাহিনীর বীজ।
এছাড়াও এই কাহিনীতে আছে দ্বৈপায়ন (অনির্বাণ চক্রবর্তী), সুকান্ত (শঙ্কর দেবনাথ), ভোম্বলদা (দেবাশীষ), সৌমিক (রণজয় বিষ্ণু), রক্তিম (অর্ণ মুখোপাধ্যায়), রজত (সুদীপ মুখোপাধ্যায়), প্রেম কুমার (দেবপ্রসাদ হালদার), বিশ্বজিৎ (অপ্রতিম চট্টোপাধ্যায়)-এর মতো বহু অতি-পরিচিত চরিত্র।
ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানান, ‘আমার ছোটবেলার নস্টালজিয়ার সঙ্গে রাসের গল্পের একটা যোগ আছে। অন্তত পঞ্চাশজন অভিনেতা-অভিনেত্রী আছেন এই ছবিতে, তাদের মধ্যে ৩২টা চরিত্রই একদম মুখ্য চরিত্র। প্রত্যেকটা দৃশ্যেই ২৪-২৫জন করে অভিনেতা-অভিনেত্রী থাকছেন।’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ। প্রত্যেক কলাকুশলীই চরিত্রগুলোকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারছেন বলেই জানিয়েছেন পরিচালক।
ছবিটি প্রযোজনা করছে ‘ছবির মতো এন্টারটেইনমেন্ট’ সংস্থা। কাহিনী লিখেছেন তথাগত মুখোপাধ্যায় স্বয়ং। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অন্তরা বন্দ্যোপাধ্যায় এবং তথাগত মুখোপাধ্যায়। অতিরিক্ত সংলাপ এবং পরিমার্জনার দায়িত্ব ছিল সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের উপর। শিল্প নির্দেশনার দায়িত্বে আনন্দ আঢ্য, সম্পাদনার দায়িত্বে আমির মণ্ডল, ক্যামেরার দায়িত্বে থাকছেন উত্তরণ দে।
নতুন ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ‘হারিয়ে যাওয়া বাঙালীদের গল্প’ কতটা সাবলীলভাবে বলতে পারেন তাঁরা, দর্শকদের নজর এখন সেদিকেই।