EntertainmentTollywood

মায়ানগরীতে সম্মানিত ‘বেলাইন’, ‘বেস্ট ডিরেক্টর’-এর সম্মান শমীকের

২০২৪ সালে মুক্তি পেয়েছিল শমীক রায়চৌধুরী পরিচালিত ছবি ‘বেলাইন’। এবার খোদ মুম্বইতে গিয়ে প্রশংসা কুড়োল এই ছবি। সেরা পরিচালকের পুরস্কার জিতলেন শমীক।

গত ১৬ই জানুয়ারি ছিল ২১তম ‘থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর শেষদিন। গত ১০ই জানুয়ারি শুরু হয়েছিল এই উৎসব। ভারতের নানা প্রান্ত থেকে জমা পড়েছিল মোট ৮৫০টি চলচ্চিত্র। মুম্বইয়ের বুকে দাঁড়িয়ে, বিজয়ী হয়েছে বাংলা ছবি ‘বেলাইন’। পরিচালক শমীক রায়চৌধুরী জিতেছেন সেরা পরিচালকের সম্মান। মুম্বইতে তিনটি প্রদর্শনী হয়েছে এই ছবির। আর প্রতিটিতেই দর্শকদের সাড়া মিলেছে আশাতীত।

আঠাশ হোক বা আশি, বর্তমানে বেশিরভাগ মানুষকেই ঘিরে ধরে একাকিত্ব। এরকমই একলা থাকা এক বৃদ্ধের কাছে, ভুল করে, হঠাৎ আসে একটা ফোন। আর তিনি জড়িয়ে পড়েন লিভ-ইন সম্পর্কে থাকা এক যুগলের সঙ্গে। তাঁদের কাজ-কর্ম, রসায়ন, সংসারজীবনের সঙ্গে। প্রতিনিয়ত এক অদ্ভুত আধিভৌতিক অভিজ্ঞতা হতে থাকে তাঁর।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য্য, তথাগত মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, অপ্রতিম চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। কাহিনির সংবেদনশীলতা, দক্ষ পরিচালনা আর কলাকুশলীদের বলিষ্ঠ অভিনয় বারংবার জয় করেছে মানুষের মন। আর এই ছবির জন্যই ‘থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসব’-এ সেরা পরিচালকের তকমা জিতেছেন শমীক। জায়গা করে নিয়েছেন বর্তমান ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা পরিচালক হিসেবে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।