‘মহারাজ’ এবার স্টার জলসার পর্দায়, কবে থেকে শুরু তাঁর শো!
মাঠের বাইরে, সঞ্চালনার জগতে বরাবরই ছক্কা হাঁকিয়ে এসেছেন বাঙালির ‘দাদা’, সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর নাম শুনলেই সাধারণ মানুষের মনে আসে প্রথমসারির একটি বিশেষ বিনোদন চ্যানেলের নাম। তবে সেই ধারণা বদলাতে চলেছে এবার। সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার দেখা যাবে বাঙালির প্রিয় চ্যানেল, স্টার জলসার পর্দায়।
সন্ধ্যা হলেই টেলিভিশনের সামনে বসে পড়া – গ্রাম, মফস্বল থেকে শহর, সবজায়গাতেই এ প্রায় প্রতিটি বাঙালি পরিবারের সাধারণ রুটিন। কেবল বিভিন্ন ধারাবাহিক নয়, নাচ, গান, বিভিন্ন খেলা কিংবা ক্যুইজের উপর তৈরি নানা রিয়েলিটি শো-ও বাঙালির মনপসন্দ। আর দীর্ঘদিন যাবত সেরকমই একটি নন-ফিকশন রিয়েলিটি শো-তে সঞ্চালনার কাজ করে এসেছেন সৌরভ। জনপ্রিয়তার নিরিখে তালিকার বেশ উপরদিকেই থাকত সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত শো-টি। তাই ঠিকানা বদলালেও, স্টার জলসাতেও সঞ্চালনাই করতে চলেছেন তিনি। ননফিকশন রিয়েলিটি শো ‘বিগ বস’ সবসময়েই অত্যন্ত জনপ্রিয়। তাই কেবল হিন্দি নয়, বাংলাতেও হবে এই শো। শোনা যাচ্ছে, সেই শো-তেই সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে চলেছে সৌরভকে।
অবশ্য শুধু ‘বিগ বস বাংলা’ নয়, এই চ্যানেলে আসতে চলেছে আরো একটি আনকোরা ক্যুইজ শো। সেই শো-টির সঞ্চালনার ভারও রয়েছে সৌরভের হাতেই। সূত্র মারফত জানা গিয়েছে, চার বছরের জন্য স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সৌরভ। চারবছরে ১২৫ কোটি টাকা পাবেন তিনি, ঠিক হয়েছে এমনটাই। জানা যাচ্ছে, দু’টো শোয়ের সম্প্রচারই শুরু হতে চলেছে ২০২৬ সালের জুলাই মাস থেকে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চালনার কাজেও তিনি বাইশ গজের মতোই সমান স্বচ্ছন্দ। স্টার জলসার সঙ্গে হাত মেলানোর প্রসঙ্গে তিনি জানান, ‘টেলিভিশন আমায় মানুষের আরো কাছে আসতে সাহায্য করেছে সবসময়। স্টার জলসার সঙ্গে কাজ করে আমার খুবই ভাল লাগছে। আমরা নন-ফিকশন প্রোগ্রামের ধরনে বদল আনছি, একটা নতুন অধ্যায় তৈরি করছি।’
‘যে দু’টো শো আমি সঞ্চালনা করব, সেই দু’টো কেবল বিনোদনমূলক নয়। বুদ্ধিমত্তার উদযাপনও বটে! আমি বিশ্বাস করি, মাঠের বাইরেও দর্শকদের সঙ্গে, অনুরাগীদের সঙ্গে সংযোগ তৈরি করা সম্ভব। এই শোয়ে থাকবে নানা রকম বাস্তক কাহিনি, যা উদ্বুদ্ধ করবে দর্শকদের। এটা একেবারেই নতুন ইনিংস, মাঠে আমি যতটা মন দিয়ে খেলতাম, এই কাজটাও আমি ততটা মন দিয়েই করব’, যোগ করেন সৌরভ।