আসছে ‘বিনোদিনী’, রামকৃষ্ণের ভূমিকায় কোন জনপ্রিয় অভিনেতা?
বহুদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছে ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। জানা গিয়েছিল, ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দক্ষ অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তবে নতুন বছরে মিলল আরো এক সুখবর। জানা গেল, ছবিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রের অভিনেতার নাম। মুক্তি পেল ছবির ‘স্পেশাল পোস্টার’।
উনিশ শতকের বাংলায়, পুরুষশাসিত সমাজে, চর্চার কেন্দ্রে উঠে আসা এক সাহসের নাম বিনোদিনী। তাঁর জীবনের গল্প নিয়েই রামকমল মুখোপাধ্যায় তৈরি করেছেন তাঁর নতুন ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। সব বাধাবিপত্তি পেরিয়ে, সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের দক্ষতায় বাংলা থিয়েটারের প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সমাজের চোখে তিনি ছিলেন পতিতা, ভ্রষ্টা। তাঁর অভিনয়ের নৈপুণ্যও তুচ্ছ হয়ে গিয়েছিল ‘সমাজের মাথা’দের কাছে। সে-সব অবশ্য বহু আগের কথা। দিন এখন বদলেছে অনেকটাই।
পূর্বে স্টার থিয়েটার নামে পরিচিত প্রেক্ষাগৃহেরও নামবদল হয়েছে সম্প্রতি। ‘স্টার’ হয়েছে ‘বিনোদিনী’। সেই ‘বিনোদিনী থিয়েটার’-এই নতুন বছরের প্রথমদিনে মুক্তি পেয়েছে ছবির ‘স্পেশাল পোস্টার’। জানা গিয়েছে, ছবিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্র তুলে ধরছেন জনপ্রিয় অভিনেতা চন্দন রায় সান্যাল। এর আগে, একাধিক প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি। সমালোচক মহলে যথেষ্ট প্রশংসিতও হয়েছে তাঁর কাজ। এবার ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’ ছবিতে তাঁর উপস্থিতি দর্শকমহলে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে।
ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেন, ‘বিনোদিনী শুধু একটা বায়োপিক নয়। নিজের স্বপ্নপূরণ করতে একের পর এক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। তবুও অদম্য ছিলেন তিনি। এই ছবি তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। রামকৃষ্ণদেবের চরিত্রে চন্দন রায় সান্যালের উপস্থিতি এই ছবির একটা গুরুত্বপূর্ণ বিষয়। রুক্মিণীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। ও যেভাবে চরিত্রটাকে তুলে ধরেছে, সেটা দর্শকদের খুবই ভাল লাগবে।’
Pramod Films এবং Assorted Motion Pictures-এর প্রযোজনায়, মুক্তি পাচ্ছে Dev Entertainment Ventures নিবেদিত এই ছবি। Dev Entertainment Ventures-এর তরফে সুপারস্টার নিজে বলেন, ‘বিনোদিনী দাসীর জীবন আর সময়কালকে পর্দায় তুলে ধরা খুবই কঠিন একটা কাজ ছিল। আমরা অন্তর দিয়ে এই কাজটা করেছি। এরকম একটা টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত।’
ছবিতে রুক্মিণী এবং চন্দন ছাড়াও রয়েছেন রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর, চান্দ্রেয়ী ঘোষ, ওম সাহানি প্রমুখ। ছবির জন্য গবেষণামূলক কাজ করেছেন অভ্র চক্রবর্তী; কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার, মিউজিকের দায়িত্বে ছিলেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।
বিনোদিনী দাসীর জীবন নিয়ে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে জানুয়ারি।