Live Entertainment & Love Lifestyle

Tuesday, April 15, 2025
Tollywood

রায় নিয়ে মতভেদ, রহস্যের গোড়ায় পৌঁছতে পারবেন ১২জন জুরী?

আর কিছুদিনের মধ্যে, চলতি মাসেই, মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। পোস্টার, টিজারের পর, গতকাল ১৩ই জানুয়ারি মুক্তি পেল ছবির ট্রেলার।

‘Ek Ruka Hua Faisla’ ছবির কথা মনে আছে? ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে ছিলেন ১২জন জুরি। অভিযুক্ত ছেলেটি আদৌ খুন করেছে কিনা, সেই নিয়ে মতানৈক্য হয় তাঁদের মধ্যে। শুধু ছবি নয়, রঞ্জিত কাপুরের এই কাহিনী অভিনীত হয়েছে মঞ্চেও। এবার সেই কাহিনী নিয়েই আসছে সৃজিতের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।

গতকাল, কলকাতার টাউন হলে অনুষ্ঠিত হয়েছে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে, কলাকুশলীরা হাজির হয়েছিলেন সাদা-কালো পোশাকে। মন আর মাথার এই গভীর দ্বন্দ্বই যেন ফুটে উঠেছে তাঁদের পোশাকেও। কখনো সমুদ্র, কখনো জঙ্গল, আবার কখনো রাজপথেই হয়েছে শ্যুটিং। ভিত্তিহীন কোনো ধারণা, কাউকে পাপ বা অপরাধের থেকে বাঁচানোর চেষ্টা, সত্য, প্রতিশোধ আর ন্যায়ের বিছানো জালেই বোনা এই গল্প। আড়াইমিনিটের ট্রেলারে আলাদা করে নজর কেড়েছেন প্রত্যেক শিল্পী। একটি খুনের মামলার রায় নিয়ে শুরু হয় ১২জন জুরীর দ্বন্দ্ব। আর সেই ঝামেলা গিয়ে পৌঁছয় ব্যক্তিগত আক্রমণে। বাংলায় থেকেও বাংলাভাষার প্রতি অনীহা থেকে শুরু করে সমকামিতা বা তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ‘ট্যাবু’ – প্রত্যেকটি বিষয়ই ছুঁয়ে গেছে এই ট্রেলার।

১৪জন তাবড় অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরী হয়েছে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলামকে দেখা যাবে এই ছবিতে।

এ-দিন পরিচালক বলেন, ‘প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী তাঁদের চরিত্রে একটা অন্যমাত্রার গভীরতা আর বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তুলেছেন। জীবন্ত হয়ে উঠেছে প্রতিটা চরিত্র। আজ ট্রেলার লঞ্চের সময় আমার যেমন গর্ব হচ্ছে, সেরকম একটা প্রত্যাশাও তৈরি হচ্ছে ছবিটা ঘিরে। সত্যি বলে সত্যি কিছু নেই আমার কাছে শুধু ছবি নয়, অনেক বেশি কিছু। যে সত্যিগুলো আমাদের ‘ডিফাইন’ করে, যে মিথ্যেগুলো আমরা নিজেদের বলি, সেই সবকিছুর ‘এক্সপ্লোরেশন’ হল এই ছবি।’

SVF প্রযোজনা সংস্থার তরফ থেকে মার্চের প্রথমেই অনুষ্ঠিত হয়েছিল ‘মহা মহরৎ’। আরো তিনখানা নতুন ছবির সঙ্গে জানা গিয়েছিল সৃজিত মুখার্জীর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর নামও। সৃজিতের ছবিতে ফুটে উঠবে বিভিন্নরকম আর্থ-সামাজিক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিসহ আরো অনেক গভীরতর ভাবনাচিন্তা। SVF প্রযোজিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে জানুয়ারি।

 

 

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।