Live Entertainment & Love Lifestyle

Friday, April 11, 2025
Music

SVF Music-এর দারুণ ‘Discover’, তিরিশ প্রতিভার গানে মুগ্ধ নেটপাড়া

জনপ্রিয় গানের ‘কভার’ শুনতে ভালবাসেন আপামর বাঙালি। আর তাঁদের কথা মাথায় রেখে, প্রত্যেকবারের মত এইবারেও SVf শুরু করল তাদের যাত্রা। তিরিশজন তরুণ প্রতিভাকে নিয়ে তারা তৈরি করল এক নতুন প্রজেক্ট, ‘Discoveries’।

সঙ্গীতজগতে আরো একবার নিদর্শন তৈরি করল SVF Music। বাংলা ব্যান্ডের গান থেকে শুরু করে নানাভাবে নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে তুলে ধরছিল তারা। ‘বাংলার ব্যান্ড Indies’, ‘পরিধি’ – এসবই তার উদাহরণ। তরুণ প্রতিভাদের নানাভাবে গানের সুযোগ দিয়েছে তারা।

গোটা ২০২৪ সালে অন্তত একশোজন সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছে তারা। এবার তাদের নতুন উদ্যোগ ‘Discoveries’-এ তারা খুঁজে এনেছে তিরিশজন দুর্দান্ত গায়ক-গায়িকাকে। একাধিক জনপ্রিয়, ‘আইকনিক’ গানের কভার গেয়েছে তারা।

‘ধরা দিল কেউ’, ‘অল্প কাছে’, ‘একলা মনের রিক্সা’, ‘শেষ বলে’-র মত SVF Music-এর তিরিশটা ‘ক্লাসিক’ গানের কভার গেয়েছেন এই তিরিশ শিল্পী।

তাঁদের নাম শুভজিৎ মুখোপাধ্যায়, সোহিনী মুখোপাধ্যায়, সুনৃতা ভট্টাচার্য, অদ্রিজ ঘোষ, মিঠুন সাহা, সায়ন দাস, ব্রতশ্রী প্রামাণিক, দেবস্মিতা দেব, ঋক বসু, আকাশ ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌম্যদীপ্ত মুখোপাধ্যায়, চৈতীপর্ণা দে, রাহুল দত্ত, অয়ন সরকার, আবির বিশ্বাস, প্রীতম কুমার, রক্তিম চৌধুরী, জ্যোতি শর্মা, সৌরদীপ্ত ঘোষ, শ্যামশ্রী সাহা, রেহান দত্ত, কৌস্তভ, প্রজ্ঞা দত্ত, সেঁজুতি দাস, মৌসম মুখোপাধ্যায়, প্রমিত গঙ্গোপাধ্যায়, সৌগত সেনগুপ্ত, দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং সৃজিতা মিত্র।

২৩, ২৭ ও ৩১ – ডিসেম্বরের এই তিনদিন তিনটি ভাগে মুক্তি পেয়েছে এই তিরিশটি গান। ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে গানগুলি। SVF Music-এর ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্টের মধ্যেই পাওয়া যাবে সবক’টি গান। তাদের অভূতপূর্ব এই উদ্যোগ যে বাংলা গানের জগতে একটা দৃষ্টান্ত তৈরি করল, একথা বলাই বাহুল্য।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।