SVF Music: নারীদিবসে বাংলা মিউজিক ভিডিওতে ডেবিউ জ্যাকলিনের
আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষ্যে, SVF Music-এর ইউটিউব চ্যানেলে, মুক্তি পেল নারীদের জন্য এক বিশেষ গান। আর তার মিউজিক ভিডিওতেই ডেবিউ করলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
গতবছরই মুক্তি পেয়েছে জ্যাকলিনের গান ‘স্টর্মরাইডার’। এবার সেই গানেরই বাংলা ভার্সন নিয়ে এল SVF Music। গানের নাম ‘আমি কাফি’। অমৃতা সেন আর সিজির লেখা এবং সুর দেওয়া এই গানটি গেয়েছেন অমৃতা আর সিজি দু’জনেই। এ-গানে শোনা যাবে জ্যাকলিনের কণ্ঠও।
অভিনেত্রী জ্যাকলিন জানান, ‘SVF Music-এর হাত ধরে বাংলা গানের জগতে প্রবেশ করে বেশ রোমাঞ্চ হচ্ছে। মনের জোর আর আত্মবিশ্বাসই ‘আমি কাফি’ গানটার ভিত্তি। অন্য ভাষাভাষীর মানুষের কাছে তাদের ভাষায় এই গানটা নিয়ে আসতে পারার বিষয়টা আরো স্পেশাল।’
গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে এই সিংহলী অভিনেত্রীকে। জ্যাকলিনের সঙ্গে এ-গানে দেখা যেতে চলেছে বাংলার আরো কয়েকজন প্রথম সারির নারীকে। রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য্য এবং অঙ্কিতা সিংকেও দেখা যাবে এই গানে।
বরাবরই দুর্বল ভাবা হয় নারীদের। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও, পুরুষ এবং নারীর মধ্যে ভেদাভেদ করা হয় পোশাকে, পারিশ্রমিকে। হস্তক্ষেপ করা হয় স্বাধীনতায়। অথচ একজন নারী নিজেই নিজের জন্য যথেষ্ট। সে নিজে যেরকম, তাতেই ভালো থাকতে পারে সে। সেই বার্তাই রয়েছে ‘আমি কাফি’ গানে।
অমৃতা সেন বলেন, ‘SVF-এর এরকম একটা দুর্দান্ত উদ্যোগের অংশ হওয়া, আর জ্যাকলিন ফার্নান্ডেজের মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করা; দুটোই আমার কাছে অত্যন্ত সম্মানের। এই অভিজ্ঞতাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এরকম একটা কাজের অংশ হতে পারা খুবই স্পেশাল, কিন্তু স্টর্মরাইডারের মতো গানের বাংলা ভার্সনে কণ্ঠ দেওয়াটা একেবারে স্বপ্নের মতো।’
সিজির মতে, ‘SVF আমাকে ’স্টর্মরাইডার’-কে রিক্রিয়েট করার সুযোগ দিয়েছে, আমি সম্মানিত। অমৃতা সেনের মতো প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও খুবই স্পেশাল।’
SVF Music-এর এই গান ইতিমধ্যেই পরিণত হয়েছে নারীদিবসের অ্যান্থেমে। এই গান শোনা যাবে SVF Music-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।