EntertainmentTollywood

SBSKN Song: অমিতের আয়োজনে ফিরল জাহিদ আহমেদের গান

অন্যের মন বোঝার চেষ্টা করি আমরা। চেষ্টা করি অন্যের সত্যি-মিথ্যে, ভালো-মন্দটুকু নেড়েচেড়ে দেখবার। আর এসবের মাঝে, নিজেদের মনকে চেনা হয়ে ওঠে না নিজেদেরই। আর তখনই মনের মধ্যে শোনা যায় সেই সুর, ‘তোমার ঘরে বসত করে কয়জনা!’

জাহিদ আহমেদের লেখা এবং সুর দেওয়া সেই গান, আজকের প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। অমিত চট্টোপাধ্যায়ের সঙ্গীতায়োজনে, রাপূর্ণা ভট্টাচার্য্যের কণ্ঠে সেই গান প্রাণ পেয়েছে নতুনভাবে। ব্যবহৃত হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে। এর আগে, তাঁর ‘টেক্কা’ ছবিতেও গান গেয়েছিলেন রাপূর্ণা। গতকাল, ১৭ই জানুয়ারি, সাউথ সিটি মলের ‘ওয়্যারহাউস ক্যাফে’-তে মুক্তি পেয়েছে ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ গানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালকসহ কলাকুশলীরা।

পরিচালক সৃজিত বলেন, ‘ছবির গল্পের একেবারে আলাদা একটা জায়গা জুড়ে রয়েছে এই গান। জাহিদ আজমেদের অরিজিনাল কম্পোজিশনটার একটা চিরন্তন আবেদন রয়েছে। অমিতের সঙ্গীতায়োজন আর রাপূর্ণার কণ্ঠ সেই গানকে অন্যমাত্রায় নিয়ে গেছে।’

১৪জন তাবড় অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরী হয়েছে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলামকে দেখা যাবে এই ছবিতে।

একটি খুনের মামলার রায় নিয়ে শুরু হয় ১২জন জুরীর দ্বন্দ্ব। আর সেই ঝামেলা গিয়ে পৌঁছয় ব্যক্তিগত আক্রমণে। বাংলায় থেকেও বাংলাভাষার প্রতি অনীহা থেকে শুরু করে সমকামিতা বা তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ‘ট্যাবু’ – প্রত্যেকটি বিষয়ই স্পর্শ করবে এই ছবি।

SVF প্রযোজিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে জানুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।