Live Entertainment & Love Lifestyle

Saturday, April 26, 2025
Music

SBSKN: বারো জুরীর গপ্পো জমিয়েছে বক্সঅফিস, মুক্তি পেল নতুন গান

গত ২৩শে জানুয়ারি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। আর আক্ষরিক অর্থেই ‘সগৌরবে চলিতেছে’ সেই ছবি। তাই মুক্তির পঁচিশতম দিনকে আরেকটু স্মরণীয় করে তুলল সৃজিত অ্যান্ড কোং। মুক্তি পেল ছবির নতুন গান।

বহুদিন আগে জাহিদ আহমেদ বেঁধেছিলেন একখানা গান, ‘তোমার ঘরে বসত করে কয়জনা’। সেই গান আজও যেমন জনপ্রিয়, তেমনই প্রাসঙ্গিক। সেই গান এই ছবিতে ব্যবহারও করেছেন সৃজিত। ছবি মুক্তির দিনকয়েক আগেই মুক্তি পেয়েছিল অমিত চট্টোপাধ্যায়ের সঙ্গীতায়োজনে, রাপূর্ণা ভট্টাচার্য্যের গাওয়া সেই গান। আর ছবি মুক্তির পঁচিশতম দিনে, ১৬ই ফেব্রুয়ারি, রবিবার মুক্তি পেল সেই গানেরই ‘মেল ভার্সন’। গানের এই নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন শিল্পী কৌশিক চক্রবর্তী।

‘অটোগ্রাফ দিয়ে শুরু হয়েছিল তাঁর জার্নি। প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। কোনো সীমানা না মেনে বানিয়েছেন বিভিন্ন জঁরের ছবি। তাই সৃজিত মুখোপাধ্যায়ের সব ছবিই যথেষ্ট প্রিয় দর্শকদের। গানের ব্যবহার তাঁর ছবির একটা বড়, গুরুত্বপূর্ণ অংশ বরাবরই। সেই সৃজনশীলতা বারবার প্রশংসিতও হয়েছে বহু গুণী শিল্পীর কাছে। তাঁর নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’তে ব্যবহৃত গান সেই কথাই বলে আবারও।

তরুণ শিল্পী রাপূর্ণার গান এর আগেও মন কেড়েছে শ্রোতাদের। বিখ্যাত এই গান তাঁর কণ্ঠে শুনে বেশ খুশি তারা।

১৪জন তাবড় অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরী হয়েছে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলাম রয়েছেন এই ছবিতে।

‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ বা হিন্দির ‘এক রুকা হুয়া ফয়সলা’-র কাহিনির ওপর ভিত্তি  করে তৈরি এই ছবি। একটি খুনের মামলার রায় নিয়ে শুরু হয় ১২জন জুরীর দ্বন্দ্ব। আর সেই ঝামেলা গিয়ে পৌঁছয় ব্যক্তিগত আক্রমণে। বাংলায় থেকেও বাংলাভাষার প্রতি অনীহা থেকে শুরু করে সমকামিতা বা তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ‘ট্যাবু’ – বিভিন্ন সংবেদনশীল বিষয়কে স্পর্শ করেছে এই ছবি।

চতুর্থ সপ্তাহেও এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন মানুষ। কোনোরকম প্ররোচনা ছাড়াই, নিজের মর্জিতে ‘বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছেন’। অন্যান্য ছবির মতো সৃজিতের এই ছবিটিও যে মানুষ যথেষ্ট পছন্দ করেছেন, আলাদা করে সে আর বলতে হয় না।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।