SBSKN: বারো জুরীর গপ্পো জমিয়েছে বক্সঅফিস, মুক্তি পেল নতুন গান
গত ২৩শে জানুয়ারি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। আর আক্ষরিক অর্থেই ‘সগৌরবে চলিতেছে’ সেই ছবি। তাই মুক্তির পঁচিশতম দিনকে আরেকটু স্মরণীয় করে তুলল সৃজিত অ্যান্ড কোং। মুক্তি পেল ছবির নতুন গান।
বহুদিন আগে জাহিদ আহমেদ বেঁধেছিলেন একখানা গান, ‘তোমার ঘরে বসত করে কয়জনা’। সেই গান আজও যেমন জনপ্রিয়, তেমনই প্রাসঙ্গিক। সেই গান এই ছবিতে ব্যবহারও করেছেন সৃজিত। ছবি মুক্তির দিনকয়েক আগেই মুক্তি পেয়েছিল অমিত চট্টোপাধ্যায়ের সঙ্গীতায়োজনে, রাপূর্ণা ভট্টাচার্য্যের গাওয়া সেই গান। আর ছবি মুক্তির পঁচিশতম দিনে, ১৬ই ফেব্রুয়ারি, রবিবার মুক্তি পেল সেই গানেরই ‘মেল ভার্সন’। গানের এই নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন শিল্পী কৌশিক চক্রবর্তী।
১৪জন তাবড় অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরী হয়েছে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক কর এবং নুর ইসলাম রয়েছেন এই ছবিতে।
‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ বা হিন্দির ‘এক রুকা হুয়া ফয়সলা’-র কাহিনির ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। একটি খুনের মামলার রায় নিয়ে শুরু হয় ১২জন জুরীর দ্বন্দ্ব। আর সেই ঝামেলা গিয়ে পৌঁছয় ব্যক্তিগত আক্রমণে। বাংলায় থেকেও বাংলাভাষার প্রতি অনীহা থেকে শুরু করে সমকামিতা বা তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ‘ট্যাবু’ – বিভিন্ন সংবেদনশীল বিষয়কে স্পর্শ করেছে এই ছবি।
চতুর্থ সপ্তাহেও এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন মানুষ। কোনোরকম প্ররোচনা ছাড়াই, নিজের মর্জিতে ‘বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছেন’। অন্যান্য ছবির মতো সৃজিতের এই ছবিটিও যে মানুষ যথেষ্ট পছন্দ করেছেন, আলাদা করে সে আর বলতে হয় না।