‘বাংলা যেন কাশ্মীর না হয়!’, নববর্ষে শুভকামনা বিবেক অগ্নিহোত্রীর
‘কাশ্মীর ফাইলস’, ‘ভ্যাক্সিন ওয়ার’-এর মতো একাধিক ছবি তৈরি করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। গতকাল, পয়লা বৈশাখে শুভেচ্ছাবার্তা জানালেন তিনি। শেয়ার করলেন তাঁর নতুন ছবির অফস্ক্রিন নানা মুহূর্তের ছবি।
বরাবরই অন্যধরনের ছবি তৈরির জন্য প্রশংসিত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। বিভিন্ন বাস্তব সমস্যা, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক নানা বিতর্কিত ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে ছবি তৈরি করেছেন তিনি। সেইসব ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। চোখরাঙানির পরোয়া না করে তুলেছে প্রশ্ন। সেইসঙ্গে অনায়াসেই জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে। তবে কাশ্মীর নয়, বিবেক অগ্নিহোত্রীর এবারের পাখির চোখ বাংলা।
‘The Tashkent Files’, ‘The Kashmir Files’-এর পর আসছে বিবেক অগ্নিহোত্রীর ট্রিলজির তৃতীয় ছবি। আসছে ‘The Delhi Files: The Bengal Chapter’। চলতি বছরের প্রথমে, প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়েছিল ছবির টিজার। বাংলার কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল সেই ঝলকে। এবার প্রকাশ্যে এল সেই ছবির ‘বিহাইন্ড দ্য সিন’-এর কিছু মুহূর্ত।
সেইসব ছবি শেয়ার করে অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানান পরিচালক। ক্যাপশনে লেখেন, এই নববর্ষে ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করবেন, যাতে বাংলায় শান্তি আর সম্প্রীতি ফিরে আসে। তরুণদের উদ্দেশ্যে তিনি ডাক দেন নবজাগরণের। সেইসঙ্গেই তিনি লেখেন, ‘বাংলা যেন কখনোই আরেকটা কাশ্মীর না হয়ে ওঠে!’
১৯৪৬ সালে কলকাতায় শুরু হয়েছিল দাঙ্গা। ভারতীয়রা বিভক্ত হয়ে গিয়েছিল জাতের ভিত্তিতে। হিন্দু আর মুসলমানদের মধ্যে শুরু হয়েছিল সংঘর্ষ। জানা গিয়েছে, সেই ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের প্রেক্ষাপটেই তৈরি হতে পারে এই ছবি। মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে থাকছেন অনুপম খের, মোহন কাপুরের মতো তাবড় তাবড় অভিনেতারা।
বরাবরই নিজের চিন্তাভাবনাকে মুক্তভাবে জনগণের সামনে তুলে ধরেন পরিচালক বিবেক অগ্নিগোত্রী। এবারের ছবিটিও তার ব্যতিক্রম নয়। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছেন অভিষেক আগরওয়াল এবং পল্লবী যোশী। ‘রাইট টু লাইফ’-এর না বলা কাহিনি বলবে বিবেক আগরওয়ালের এই ছবি।
প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবসের দিকে থাকে দর্শকদের নজর। দেশভক্তি, জন্মভূমির প্রতি ভালোবাসার ছবি মুক্তি পাওয়ার এর চেয়ে ভালো দিন আর কী হতে পারে! জানা গিয়েছে, সেই ছক ভাঙবে না নতুন এই ছবিও। চলতি বছরে, ১৫ই আগস্ট মুক্তি পেতে চলেছে ‘The Delhi Files: The Bengal Chapter’।