Live Entertainment & Love Lifestyle

Friday, April 18, 2025
Tollywood

বড়দিনের আমেজে ভূতের হোটেলে আমন্ত্রণ শিবু-নন্দিতার!

ভাতের হোটেলের কথা তো অনেক শুনেছেন, এবার দেখবেন ভূতের হোটেলের গল্প! আর সেই হোটেলের মালিকানা খোদ নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে। তাঁদের প্রযোজনা সংস্থা উইন্ডোজের ঝুলিতে এবার প্রথম ভূতের ছবি। নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

এর আগে, বিভিন্নধরনের সামাজিক, রাজনৈতিক বিষয়ের উপর ছবি তৈরি করলেও, কোনোদিনই তালিকায় ছিল না ভৌতিক জগৎ। আর সেকারণেই বুঝি এই ছবির প্রচারের ধরন এমন অভিনব। গত বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারির সকালে জানা যায়, হঠাৎ হ্যাক হয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ফেসবুক পেজ। প্রযোজনা সংস্থার লোগো সরে গিয়ে কালো হয়ে যায় প্রোফাইল পিকচার। আর রাতেই জানা যায় তার কারণ।

প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, সকালে তাঁদের পেজ দখল করেছিলেন ‘তেনারা’। ভূতের দলের হাত থেকে সাময়িক ছাড় পেলেও, তাঁরা নাকি জানিয়েছেন, বড়দিনে আবার ফিরবেন তাঁরা। এমন দারুণ উপায়ে বাংলা ছবির প্রচার সত্যিই বিরল। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়। উইন্ডোজের সঙ্গে এর আগেও বেশ কয়েকবার কাজ করেছেন তিনি। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’, ‘বাবা বেবি ও’-র মতো ব্যতিক্রমী ঘরানার ছবি তৈরি করে নিজের জাত তিনি আগেই চিনিয়েছেন। তবে ভূতের গল্পে তাঁর হাত পড়ল এই প্রথম।

তবে ভূতের ছবি মানেই কি কেবল ভয়-রহস্য-গা শিরশির? মোটেই নয়। ছবির পোস্টার কিন্তু বলছে একেবারে অন্য কথা। ভূতুড়ে হোটেলের জানলায় উঁকি দিচ্ছে বেশ কয়েকটা মুখ। আর তারই সামনে দাঁড়িয়ে রয়েছে এক যুগল। তবে তারা কেউই জীবিত নয়।

উইন্ডোজের ছবি সবসময়ই বলে সম্পর্কের গল্প, মানুষের গল্প। আর সেই গল্পেই মন মজে দর্শকের। এই প্রযোজনা সংস্থার ‘রক্তবীজ’ আর ‘বহুরূপী’ থ্রিলার জঁরের হয়েও সে পথ থেকে সরেনি। হাসি-মজা-প্রেম মিলেমিশে সম্ভবত এই ছবি হতে চলেছে হরর কমেডি ঘরানার।

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজের আরেকটি নতুন ছবি ‘আমার মা’ আসছে চলতি বছরের গরমের ছুটিতে। রাখি গুলজারের মতো দক্ষ, বর্ষীয়ান অভিনেত্রী অভিনয় করেছেন সেই ছবিতে। আবার শোনা যাচ্ছে, মে-জুন মাস নাগাদই শুরু হতে পারে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শ্যুটিং। যৌথভাবে এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জিনিয়া সেন এবং গোধূলি শর্মা। তবে ছবিতে অভিনয় করবেন কারা, সে-সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।