জনপ্রিয়তার শীর্ষে ‘মিসেস’, পেল বৃহত্তম ওপেনিং উইকেন্ডের তকমা
কিছুদিন আগেই জি-ফাইভ (Zee5) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সানিয়া মালহোত্রা অভিনীত ‘মিসেস’। কুড়িয়েছে প্রচুর প্রশংসা। শুধু তাই নয়, ইতিমধ্যেই ১৫০ মিলিয়ন স্ট্রিমিং মিনিটের মাইলফলক ছুঁয়ে পেয়েছে বৃহত্তম ওপেনিং উইকেন্ডের তকমাও।
বধূ-নির্যাতনের গল্প বলে অনেক ছবিই। সম্প্রতি কথা উঠেছে ‘ভার্বাল অ্যাবিউজ’ নিয়েও। অথচ যে পাথর বুকের ওপর চেপে রইল নিঃশব্দে, যে কান্নার শব্দ শুনতে পেল না কেউ, সেই গল্পগুলো কেমন হয়! বিয়ের পর গান ছেড়ে দেন অনেক মেয়েই, নাচের শখে চেপে বসে নিষেধাজ্ঞা। সংসার সামলানোর ধরাবাঁধা নিয়মে এখনো নিজেকে বাঁধতে হয় তাঁদের। কয়েকটা কঠিন শব্দে, আবার কখনো নিঃশব্দ ইঙ্গিতেই মরে যায় অসংখ্য মেয়ের স্বপ্ন। সেই প্রেক্ষাপটেই গল্প বুনেছে জি-ফাইভের ‘মিসেস’।
জি-ফাইভের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। মুক্তির কয়েকদিনের মধ্যেই নারীকেন্দ্রিক এই ছবি যথেষ্ট সাড়া ফেলেছে সমালোচক মহলে। বর্ষীয়ান অভিনেতা গজরাজ রাও, পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে, ভাসান বালা, সোনম নায়ার, সুমিত পুরোহিত থেকে শুরু করে অভিনেতা আলি ফজল, ওয়ামিকা গাব্বি, পুলকিত সম্রাট, শ্রীয়া পিলাগাওকর, সাকিব সালিম, তিলোত্তমা সোম, অক্ষয় ওবেরয়, অমল পরাশর – সকলেই প্রশংসা করেছেন ছবির কাহিনির।
জি-ফাইভের ‘মার্কেটিং ফর SVOD ইন্ডিয়া অ্যান্ড গ্লোবাল’-এর ভাইস প্রেসিডেন্ট শ্রেষ্ঠ গুপ্ত বলেন, ‘মিসেসের এই দুর্দান্ত সাড়া জি-ফাইভের গল্প বলার ধরনকে আরো একবার প্রমাণ করে। আমাদের #জি-ফাইভগেমচেঞ্জার্স প্রচারের অংশ হিসেবে, সমাজের স্টিরিওটাইপগুলোকে চ্যালেঞ্জ করে এই ছবি।’
ছবির পরিচালক আরতি কাডভ বলেন, ‘এই ছবি নিয়ে কাজ করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। দর্শকদের কাছ থেকে ছবিটা যা ভালোবাসা পেয়েছে, তাতে আমি আপ্লুত। এরকম একটা গল্পকে দর্শকের দরবারে পৌঁছে দেওয়ার জন্য জি-ফাইভ-ই একদম উপযুক্ত প্ল্যাটফর্ম। মুখ্য চরিত্রে সানিয়ার বলিষ্ঠ অভিনয়ের প্রশংসা সকলের মুখে মুখে।’ প্রযোজক হারমান বাওয়েজাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন বাওয়েজা স্টুডিয়োজ ও জিও স্টুডিয়োজকেও।
অভিনেত্রী সানিয়া মালহোত্রা জানান, ‘দর্শকদের থেকে মিসেস যেরকম ভালোবাসা পাচ্ছে, তাতে আমি অত্যন্ত খুশি। এই ছবির জন্য আমার মনে একটা বিশেষ জায়গা রয়েছে।’