EntertainmentTollywood

প্রিয়া সিনেমাহলে প্রিমিয়ার, বসেছিল চাঁদের হাট

আগামীকাল, ২০শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে মানসী সিনহা পরিচালিত ছবি ‘৫নং স্বপ্নময় লেন’। তার আগে, গতকাল, ১৮ই ডিসেম্বর, প্রিমিয়ার হল সেই ছবি। উপস্থিত ছিলেন একঝাঁক তারকা।

‘প্রিয়া’ সিনেমাহলে অনুষ্ঠিত হয়েছে ছবির প্রিমিয়ারের অনুষ্ঠান। ছবির অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন এই জমজমাট অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ছবির পরিচালক মানসী সিনহা এবং প্রযোজক শুভঙ্কর মিত্রও।

একটা পুরনো বাড়ী। তার সঙ্গে জড়িয়ে রয়েছে সাদাকালো একঝাঁক স্মৃতি। ছোট্টবেলায় পরিস্থিতির চাপে পড়ে বিদায় নিতে হয়েছিল যে বাড়ী থেকে, সেই বাড়ীকে আবার ফিরে পেতে চায় তারা। তাদের এই ‘পাগলামি’তে সঙ্গ দেয় আরো দু’জন। তাদের একজন ডাক্তার, আরেকজন আইনজীবী।

পরিচালক মানসী সিনহার এ গল্পে রয়েছে নানা মোচড়, রয়েছে হাসির সংলাপ, বেদনার মুহূর্ত। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, সায়ন সূর্য ভট্টাচার্য্য, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, চন্দন সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, তারীন জাহান প্রমুখ।

ছবির প্রযোজক শুভঙ্কর মিত্র বলেন, ‘এই ছবি আসলে পারিবারিক বন্ধন আর ভালবাসার এক উদযাপন। দুইবোন কীভাবে নস্টালজিয়াকে বুনেছে আধুনিক জীবনের সঙ্গে, সেই গল্পই এই বড়দিনে দেখবেন মানুষ।’ পরিচালক মানসী সিনহার কথায়, ‘আসল আনন্দ লুকিয়ে থাকে আমাদের ভালবাসার মানুষদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোয়। আমাদের বিশ্বাস, দর্শকরা এই ছবি ভালবাসবেন।’

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জয় সরকার। গানের কথা লিখছেন আকাশ চক্রবর্তী। অভিনেত্রী হিসেবে মানসী সিনহা যে কতটা দক্ষ, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েও তিনি যে সমান সাবলীল, তা তিনি প্রমাণ করেছেন গত ছবিতেই। গতবারের মত মানসীর এই ছবিটিও মুক্তি পাচ্ছে ধাগা প্রোডাকশনের ব্যানারে। শুভঙ্কর মিত্রের প্রযোজনায়।

আগামীকালই শুরু হতে চলেছে পুরনো বাড়ীকে নতুন করে চেনার সফর। ২০শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘৫নং স্বপ্নময় লেন’।

 

 

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।