Ram Krishnaa Serial Update: রাম কৃষ্ণার মধ্যে কি আসতে চলেছে কোনো তৃতীয় ব্যক্তি?
দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কালারস্ বাংলার ধারাবাহিক ‘রাম কৃষ্ণা’। আর সেখানেই আমরা দেখতে পাই, তাদের সম্মুখীন হতে হয় একের পর এক ষড়যন্ত্রের। এছাড়াও আমরা দেখতে পাই, তাদের দুষ্টু মিষ্টি প্রেম এবং একের পর এক বাধা আসতে থাকে তাদের জীবনে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির শিকারও হতে হয়েছে তাদের।
আর তাদের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কৃষ্ণার মা রোহিনী। কৃষ্ণা অনেক চেষ্টা করার পরেও তার মা, রাম এবং কৃষ্ণার অফিসের মালকিন হয়ে ফিরে আসে। আর করতে থাকে একের পর এক ষড়যন্ত্র।

যথারীতি রোহিনী মুখার্জী হল এখন ছায়া আর্কিটেক্টস-এর নতুন মালকিন। মালিকানায় হাতবদল হবে এটা সকলের জানা ছিল, কিন্তু রোহিনীকে সেই জায়গায় দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কৃষ্ণা এবং রামের চোখ একেবারে উঠে গেছিল চড়ক গাছে। তাদের মাথায় পড়ে গেলো হাত।

এসেই রোহিনী মুখার্জী-র প্রথম পরিকল্পনা? রাম আর কৃষ্ণাকে একসাথে কাজ করতে না দেওয়া। কোম্পানির সকল কর্মচারীদের আলাদা আলাদা টিমে ভাগ করে দিয়ে রোহিনী একটা নতুন বিভাজন তৈরী করে। আর পাশাপাশি কৃষ্ণা আর রামেরও টিম ভাগ হয়ে গেলো, তাতে আর কিছু হোক না হোক, কাজের চরম ক্ষতি হবে বলে সকলে মনে করছে।





