বেশ কয়েকবছর আগে পর্যন্তও, মানুষের মুখে মুখে ফিরত এক অতিপরিচিত গানের লিরিক, ‘পৃথিবীটা নাকি…বোকাবাক্সতে বন্দী’। কিন্তু কখনো ভেবে দেখেছেন, কোনো মানুষ যদি সত্যিই বন্দী হয়ে পড়ে বোকাবাক্সের জগতে! কেমন হবে তার জীবন।
বর্তমানসময়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম হল হইচই ওটিটি প্ল্যাটফর্ম। দেবালয় ভট্টাচার্য্য আর ‘হইচই’-এর রসায়ন মানুষের মনে দাগ কেটেছে বরাবর। ফের তাঁর পরিচালিত একটি ওয়েবসিরিজ আসতে চলেছে ‘হইচই’-তে। সিরিজের নাম ‘বোকাবাক্সতে বন্দী’। আগেই জানা গিয়েছিল, জুনেই মুক্তি পেতে চলেছে নতুন এই ওয়েব সিরিজ। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার।
আড়াইমিনিটের এই ট্রেলার দেখে একরকম চমকে গিয়েছেন দর্শকেরা। কাহিনীর ভাবনায় যে বেশ নতুনত্বের ছোঁয়া রয়েছে, তা বোঝা গিয়েছে ওই সামান্য সময়েই। ট্রেলারে দেখা যাচ্ছে, বিংশ শতাব্দীর একজন অভিনেত্রী অপলা (সোলাঙ্কি রায়) অভিনয় করেন এক জনপ্রিয় ধারাবাহিকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সন্ধ্যামণি। সেই ধারাবাহিকের শেষ শ্যুটিংয়ের দিন, হঠাৎ এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হন তিনি। অস্তিত্বসংকটে ভুগতে শুরু করেন অপলা। সন্ধ্যামণি আর অপলার মাঝের সূক্ষ্ম রেখাটা ক্রমশ আবছা হয়ে যেতে থাকে তাঁর কাছে।
এই অদ্ভুত পরিস্থিতিতে অপলা বুঝে উঠতে পারেন না, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। কোন জীবনটা আসল, আর কোনটা নকল! পুরোটাই কি তাঁকে আটকে রাখার ষড়যন্ত্র? নাকি মনস্তত্ত্বের কোনো জটিল খেলায় আটকে পড়েছেন অপলা! মনস্তত্ত্ব এবং রহস্যে মোড়া এই সিরিজের ট্রেলারের নির্মাণও বেশ আকর্ষণীয়। পরিচালনার পাশাপাশি সিরিজের কাহিনীও লিখেছেন দেবালয় ভট্টাচার্য্য।
এর আগেও হইচইতে দেখা গিয়েছে সোলাঙ্কি রায়কে। এবার তাঁর সঙ্গে দুই মুখ্য চরিত্রে দেখা যাবে সৌম্য ব্যানার্জী এবং নীল ভট্টাচার্য্যকেও। দেবালয় ভট্টচার্য্যের পরিচালনায় ফের ‘বোকাবাক্সতে বন্দী’তে দেখা যাবে তাঁকে। সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন তৃষা নন্দী। মিউজিকের দায়িত্বে রয়েছেন অমিত চ্যাটার্জী।
দেবালয় ভট্টাচার্য্য পরিচালিত এই ওয়েবসিরিজ মুক্তি পেতে চলেছে আর সপ্তাহখানেক পরেই। আগামী ২১শে জুন থেকে এই সিরিজ দেখা যাবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।