জুলাইয়ের প্রথমেই বাংলা চলচ্চিত্রজগতে আসতে চলেছেন এক নতুন গোয়েন্দা। তরুণ সেই ‘অ্যাক্সিডেন্টাল’ গোয়েন্দার এক হত্যারহস্য ভেদের গল্প নিয়ে আসছে দুলাল দে পরিচালিত ছবি ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। আজ, ১৭ই জুন, ঈদের দিন, স্টার থিয়েটারে মুক্তি পেল সেই ছবির ট্রেলার।
এর আগে, টিজার দেখেই জানা গিয়েছিল, নতুন গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায় (জীতু কমল) আদতে একজন ডাক্তারি পড়ুয়া, ক্রিকেটপ্রেমীও বটে। কিছুটা ঘটনাচক্রেই সে জড়িয়ে পড়ে এক মৃত্যুরহস্যের সমাধানে। ট্রেলারে স্পষ্ট, খুন হয়ে যাওয়া ডাক্তারের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহোত্র মুখোপাধ্যায়। তার মৃতদেহ পাওয়া গিয়েছিল বস্তাবন্দী অবস্থায়। পুলিশের দপ্তরে অমীমাংসিত কেসগুলো যথাসম্ভব তাড়াতাড়ি সমাধান করেন সিআইডি অফিসাররা। কিন্তু ডাক্তার-হত্যার এই কেসের বিষয়ে সেভাবে এগোতে পারেননি কেউই। কিন্তু মৃত ডাক্তারকে স্বপ্নে দেখতে পায় অরণ্য, কীভাবে সে সমাধান করবে এই কেসের!
অরণ্যর জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে। এছাড়াও, বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে এই ছবিতে। এই প্রথম সুহোত্রর সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। তবে জীতু, শিলাজিৎ, সুহোত্র ও মিথিলা ছাড়া, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য্য, সায়ন ঘোষ থাকতে চলেছেন এই ছবিতে। কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং লালবাজার ট্র্যাফিক কন্ট্রোলের বিভাগীয় প্রধান অলোক সান্যালকেও দেখা যাবে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’-এ।
নিজের লেখা কাহিনীনির্মিত এই ছবির হাত ধরেই পরিচালনায় ডেবিউ করতে চলেছেন সাংবাদিক দুলাল দে। শুভদীপ গুহ রয়েছেন এই ছবির আবহ নির্মাণে। ছবির সিনেম্যাটোগ্রাফি করবেন প্রতীপ মুখোপাধ্যায়। আগামী ৫ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।