SVF Parvathy Baul: বাউলগানে সাজবে নতুন ‘মিউজিক্যাল ডকুমেন্টারি’

বাউলের প্রতি মানুষের ভালবাসা আজকের নয়। রবীন্দ্রনাথ ঠাকুর, বব ডিলান থেকে শুরু করে অ্যালেন গিন্সবার্গের মতো শিল্পীদের অনুপ্রাণিত করেছে বাউলসঙ্গীত। এবার সেই বাউলগানকেই মানুষের মনের আরো কাছে নিয়ে আসতে নতুন উদ্যোগ নিল SVF। বিখ্যাত, জনপ্রিয় বাউলসঙ্গীতশিল্পী পার্বতী বাউলকে সঙ্গে নিয়ে তারা আনছে তাদের মিউজিক্যাল ডকুমেন্টারি, ‘দ্য পার্বতী বাউল প্রজেক্ট’।

বাউল গানের নির্যাস, ‘আখড়া’ এবং বাউলের ঐতিহ্যের সম্পূর্ণটাই তুলে ধরা হবে এই ডকুমেন্টারির মাধ্যমে। খুব কম শোনা যায়, বা এর আগে কখনো শোনা যায়নি, এমন পাঁচটা গান দিয়েই তৈরী হবে এই মিউজিক্যাল ডকুমেন্টারিটি। শুভদীপ গুহ’র পরিচালনায় গানগুলি শোনা যাবে স্বয়ং পার্বতী বাউলের কণ্ঠে। পাঁচটি গানের মধ্যে দুটি ঐতিহ্যবাহী লোকগান, একটি লিখেছেন রাধেশ্যাম দাস (হরি নামের তরী), সেটির সুরও দিয়েছেন তিনি। একটি গান হরলাল গোঁসাইয়ের লেখা ও সুর দেওয়া (নাচিয়ে নাচিয়ে)। আরেকটি গান লিখেছেন এবং সুর দিয়েছেন পার্বতী বাউল নিজে (দীনতারিণী)।

‘কুল কলঙ্ক’ গানটি সনাতন দাস বাউলের স্পর্শধন্য একটি লোকগান। অধ্যাত্মচেতনা, সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য ত্যাগস্বীকার এবং জন্মভূমি ছেড়ে অন্যস্থানে চলে যাওয়ার যন্ত্রণা ফুটে উঠেছে এই গানে। আরেকটি লোকগান ‘আসছে জামাই দিগম্বর’-এ বর্ণিত হয়েছে শিবের গল্প, শিব-পার্বতীর বিবাহের গল্প।
হরিনামের মাহাত্ম্য, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তি-নিষ্ঠার জাগরণ, অত্যাচারিত বাউলসমাজের ঘুরে দাঁড়ানোয় নিত্যানন্দ মহাপ্রভুর অবদান, ‘হরি নামের তরী’ গানে সবটাই ফুটে উঠেছে সুন্দরভাবে। পার্বতী বাউলের লেখা ‘দীনতারিণী’ গানটি আবার বাউলের অধ্যাত্মচেতনার কথা বলে। মা তারা, অর্থাৎ নারীশক্তির কথা বলে এই গান। অন্যদিকে, ‘নাচিয়ে নাচিয়ে’ ভাবপ্রধান গানটি বলে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল এবং গুরু-শিষ্যের নিষ্কলুষ সম্পর্কের গল্প।

যাঁকে ঘিরে এই প্রজেক্ট, সেই পার্বতী বাউল বলছেন, ‘এই ব্যবসার যুগে, বাউলের মত সমৃদ্ধ একটা সংস্কৃতিকে আখড়া থেকে সোজা পর্দায় তুলে আনার কথা ভাবতেও সাহস লাগে।’ তিনি জানান, বাউলকে এইভাবে দুনিয়ার সামনে তুলে আনাটা কেবল একটা প্রজেক্ট নয়, সকল বাউলসঙ্গীতশিল্পীদের স্বপ্ন।
তিনি প্রথমবার কাজ করেছেন শুভদীপ গুহ’র সঙ্গে। এই কাজটা করে কী বলছেন শুভদীপ? তিনি বলেন, ‘SVF মিউজিকের সঙ্গে আমি এর আগেও অনেক প্রজেক্টে কাজ করেছি। কিন্তু এই কাজটা আমার মনের খুব কাছের। বাউলসঙ্গীত নিয়ে পার্বতী বাউলের মত মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জীবনে একবারই হয়।’

বাউলসঙ্গীত নিয়ে SVF-এর এই কাজ, আর পাঁচটা কাজের থেকে আলাদা অনেকটাই। গত ১৪ই জুন প্রথম যাত্রা শুরু হয়েছে এই মিউজিক্যাল ডকুমেন্টারির। SVF-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন শোনা যাচ্ছে প্রতিটি গান।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top