Zee Bangla: কলেজের প্রেম সাথে নতুন জুটি নিয়ে আসছে ‘পরিণীতা’
সদ্য শুরু হল জি বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’, গত ১১ই নভেম্বর ২০২৪-এ। এই ধারাবাহিকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাই উদয় প্রতাপ সিং এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়কে, সঙ্গে পার্শ্বচরিত্রে আছেন সুরভি মল্লিক, সৌমিলী ঘোষ, মনোজ ওঝা, দ্রোণ মুখোপাধ্যায়সহ আরো অনেকে।
এতদিন আমরা উদয়প্রতাপকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখেছি, কিন্তু এবার তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। আর ঈশানী নবাগতা অভিনেত্রী, এটাই তার প্রথম অভিনয়। এই ধারাবাহিকের পরিচালক কৃষ্ণ বসু। ধারাবাহিকের গল্প অনুযায়ী পারুল (ঈশানী) হল গ্রামের মেয়ে, যে শহরের নামজাদা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য আসে এবং সেখানেই তার পরিচয় হয় রায়ানের (উদয় প্রতাপ) সঙ্গে। রায়ান হল ইউনিভার্সিটির মেয়েদের হার্টবিট।
ধারাবাহিকে রয়েছে ত্রিকোণ প্রেমের গল্পও। ত্রিকোণ প্রেমের এক কোণে রয়েছেন সুরভি মল্লিক। পারুলকে সবাই কলেজে নিচু করলেও নিজের গুণ দিয়ে সে সবার মুখ বন্ধ করে দেয়।
এবার আসে চমক! ঘটনাচক্রে রায়ানের স্ত্রী হল পারুল। কলেজে তাদের পরস্পরের মধ্যে রেষারেষি রয়েছে। তাদের সাংসারিক জীবন কেমন হতে চলেছে সেটাই দেখবার বিষয়, কারণ রায়ান দাম্পত্যজীবনে পারুলকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেনি।
পারুল কি পারবে সাংসারিক জীবনে রায়ানের ‘পরিণীতা’ হয়ে উঠতে? জানতে হলে চোখ রাখুন জি বাংলায় রাত ৮ টা থেকে।
পরিণীতা ধারাবাহিক এবার থেকে সম্প্রচারিত হবে জি বাংলায় রাত ৮ টা থেকে, এটা ছিল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের স্লট। গত ১১ নভেম্বর থেকে স্লট পরিবর্তন করা হয়েছে।
আপাতত আগামী দিন গুলিতে দর্শকদের প্রতিক্রিয়া কেমন হতে চলেছে তা নির্ভর করবে সদ্য নতুন সিরিয়ালটির ওপর।