EntertainmentTollywood

Rappa Roy: শুরু হবে শ্যুটিং, রাপ্পা অ্যান্ড কোং-এর চরিত্রে কারা?

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাপ্পা রায়ের প্রায় প্রতিটি কমিকসের জনপ্রিয়তাই কল্পনাতীত। তবে এবার যে কমিকসের পাতার গণ্ডি ছাড়িয়ে রাপ্পা বড়পর্দায় আসছেন, তা এতদিনে জেনে গিয়েছেন সক্কলে। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন।

রাপ্পা রায়, পেশায় সাংবাদিক, নেশায় সত্যসন্ধানী। বেচাল কিছুর খোঁজ পেলেই সে ঝাঁপিয়ে পড়ে রহস্যের সন্ধানে। আর নিজের তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে, সব সমস্যা কাটিয়ে দিব্যি বাঁচিয়ে দেয় কিছু নিরীহ মানুষকে! কখনো সে সঙ্গী হিসেবে পায় বন্ধু টনি-কে। তবে তার এই ‘ডোন্ট কেয়ার’ ভাব পাঠকদের পছন্দ হলেও রাপ্পার বাবার কিন্তু এক্কেবারে না-পসন্দ।

ছবির শ্যুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যেই। রাপ্পা অ্যান্ড কোং-এর ভূমিকায় অভিনয় করবেন কারা? জানা গিয়েছে, রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। আরেক প্রধান চরিত্র বিখ্যাত অভিনেত্রী ডলফিনের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। এছাড়াও, দেবাশীষ মণ্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সুজন বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরী প্রমুখকে দেখা যাবে এই ছবিতে।

পরিচালক ধীমান বর্মনের কথায়, “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করবো।’

ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুন্ডু, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি। কেবল কলকাতায় নয়, ছবির শ্যুটিং হবে শহরের বাইরেও। ‘ধীমান বর্মন প্রোডাকশনস’-এর ব্যানারে মুক্তি পাবে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।