Rappa Roy: শুরু হবে শ্যুটিং, রাপ্পা অ্যান্ড কোং-এর চরিত্রে কারা?
সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাপ্পা রায়ের প্রায় প্রতিটি কমিকসের জনপ্রিয়তাই কল্পনাতীত। তবে এবার যে কমিকসের পাতার গণ্ডি ছাড়িয়ে রাপ্পা বড়পর্দায় আসছেন, তা এতদিনে জেনে গিয়েছেন সক্কলে। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন।
রাপ্পা রায়, পেশায় সাংবাদিক, নেশায় সত্যসন্ধানী। বেচাল কিছুর খোঁজ পেলেই সে ঝাঁপিয়ে পড়ে রহস্যের সন্ধানে। আর নিজের তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে, সব সমস্যা কাটিয়ে দিব্যি বাঁচিয়ে দেয় কিছু নিরীহ মানুষকে! কখনো সে সঙ্গী হিসেবে পায় বন্ধু টনি-কে। তবে তার এই ‘ডোন্ট কেয়ার’ ভাব পাঠকদের পছন্দ হলেও রাপ্পার বাবার কিন্তু এক্কেবারে না-পসন্দ।