EntertainmentTollywood

Ritwick-Solanki: অজান্তেই কোন অপরাধের চক্রব্যূহে দম্পতি!

তাঁর ছবি বললেই মনে ভাসে এক অন্যরকম সম্পর্কের গল্প। তবে এবার চেনা ছন্দের বাইরে পা রাখলেন ‘চিনি’, ‘একান্নবর্তী’, ‘জেনারেশন আমি’-র পরিচালক মৈনাক ভৌমিক। তবে নিয়ম মেনে, মনস্তত্ত্বের গভীর তত্ত্ব হাজির এ ছবিতেও।

টানটান একটি রহস্যগল্প নিয়ে বড়পর্দায় আসছে তাঁর নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’। গত ৮ই ডিসেম্বর, রবিবার মুক্তি পেয়েছে ছবিটির টিজার। টিজারে দেখা যাচ্ছে, ক্রমাগত একটি মৃতদেহকে লুকোনোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে এক দম্পতি। মিনিটদেড়েকের টিজারে দেখা গিয়েছে খুন—অপরাধের একাধিক ঝলক। উঁকি মেরেছে দোটানায় ভুগতে থাকা সেই দম্পতির অদ্ভুত মনস্তত্ত্বও।

ছবির গল্প অনুযায়ী, ত্রিশোর্ধ্ব এক মধ্যবিত্ত দম্পতি সত্য এবং কাবেরী (ঋত্বিক-শোলাঙ্কি)। সত্য পেশায় সাংবাদিক, কাবেরী প্রাক্তন শিক্ষিকা। তাঁদের পুত্রসন্তানকে তাঁরা পড়াশোনার জন্য পাঠিয়ে দেন দিল্লীতে, বাচ্চাটির কাকার সঙ্গে। কিন্তু আর্থিক অস্বাচ্ছন্দ্য ভাঁজ ফেলে তাঁদের কপালে।

হঠাৎই এক অপ্রত্যাশিত বাঁক নেয় তাঁদের নিস্তরঙ্গ জীবন। তাঁদের বাড়ীতে একরাতের জন্য এসে, অতিরিক্ত মাদকসেবনের ফলে মৃত্যু হয় স্বল্পপরিচিত অতিথি সায়নের। সত্য আর কাবেরী উদ্ধার করে টাকাভর্তি একটা সুটকেস। অজান্তেই তারা জড়িয়ে পড়ে মাদকপাচারচক্রের এক অন্ধকার, ভয়ঙ্কর জালে।

কী হবে এরপর? সে গল্পই বলবে ‘ভাগ্যলক্ষ্মী’। ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায় ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দক্ষ বর্ষীয়ান অভিনেতা রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, যুধাজিৎ সরকার, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনন্যা দাস প্রমুখকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনুপম রায়। সিনেমাটোগ্রাফির দায়িত্ব রয়েছে শুভদীপ নস্করের হাতে।

পরিচালক বলেন, ‘একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার হঠাৎ অপরাধজগতে এসে পড়লে কী হয়, সে নিয়ে একটা ছবি তৈরী করার ইচ্ছে ছিল আমার। আমার কাছে এই ছবি কল্পনা আর বাস্তবের মিশেল।’ এরকম একটা বিষয় নিয়ে ছবি তৈরীতে তাঁর পাশে থাকার জন্য ছবির প্রযোজকদের ধন্যবাদও জানিয়েছেন মৈনাক।

‘Nandy Movies’ প্রযোজিত, প্রদীপ কুমার নন্দী নিবেদিত এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১০ই জানুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।