Khadaan Trailer: শ্যাম-মোহনের মারকাটারি গল্পে রক্তের ছিটে!
সুপারস্টার দেবের ছবি মানেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবে ইদানীং, ‘মেইনস্ট্রিম’ ছবির দুনিয়া থেকে একটু দূরেই ছিলেন সুপারস্টার। ‘খাদান’-এর হাত ধরে মারকাটারি অ্যাকশন ছবিতে ফিরলেন দেব। আর বাণিজ্যিক ছবি ফিরল টলিউড ইন্ডাস্ট্রিতে। আজ, ১৮ই ডিসেম্বর, ঠিক সকাল ন’টায় মুক্তি পেল ছবির ট্রেলার।
মারকাটারি অ্যাকশনে মোড়া আড়াইমিনিটের ট্রেলার জমিয়ে দিয়েছে শ্যাম (যীশু) আর মোহনের (দেব) দুর্ধর্ষ সংলাপ। ট্রেলার শুরু হচ্ছে ‘আইনের চোখে মাফিয়া, মানুষের চোখে মসিহা’ রাজার গল্প দিয়ে! দেবকে বলতে শোনা যাচ্ছে, তিনি কিছু প্রাণ নেবেন, আবার কিছু প্রাণ দেবেনও।
কয়লাখনির ট্রেলারের ক্যাপশনে লেখা একটা ছড়া, ‘সাপ কাটলে মানুষ মরে,/ লোভ সেই সাপের মণি।/ শাক দিয়ে ঢাকছো মাছ/ বলবে কথা কয়লাখনি।’ তবে কেবল অ্যাকশন নয়, ট্রেলারের শেষে উষ্ণতায় মুড়ে ভালবাসাও প্রকাশ করেছেন নায়িকা।
সুজিত দত্ত পরিচালিত এই ছবি আসছে ‘Dev Entertainment Ventures’ এবং ‘Surinder Films’-এর যৌথ প্রযোজনায়। মূলতঃ কয়লাখনি অঞ্চলের সামাজিক, রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটেই দাঁড়িয়ে রয়েছে এ ছবি। শ্যাম মাহাতো আর মোহন দাসের বন্ধুত্বের গল্পও বলবে এ ছবি। যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন স্নেহা বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ইধিকা পাল, বরখা বিশ্ত, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য্য এবং পার্থসারথি। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন বিশ্বরূপ বিশ্বাস এবং পরিচালক সুজিত দত্ত স্বয়ং।
কেবল ছবির বিষয়বস্তু নয়, ছবির কাস্ট, গান, বাণিজ্যিক ছবিতে সুপারস্টারের কামব্যাক, ট্রেলার মুক্তির বিলম্ব, প্রচারের অভিনব পদ্ধতি – সবকিছু নিয়েই বরাবর খবরের শিরোনামে ছিল ‘খাদান’। ছবি মুক্তির আগে এই ট্রেলার ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিল আরো কিছুটা। আগামী পরশু, অর্থাৎ ২০শে ডিসেম্বর, প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি।