Omorshongi Teaser: মৃত্যুর পরেও ফিরে আসবে প্রেমিকা!
পরিচালক দিব্য চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘অমর সঙ্গী’ মুক্তি পাবে আগামী বছরের প্রথম মাসেই। গত ৬ই ডিসেম্বর মুক্তি পেয়েছিল পোস্টার। গতকাল, ১৭ই ডিসেম্বর মুক্তি পেল সেই ছবির টিজার।
মিনিটখানেকের ছোট্ট এই ঝলকে বারবারই ধরা পড়েছে অন্যরকম এক ভালবাসার ছবি। দুই প্রেমিক-প্রেমিকা তাদের জীবদ্দশায় ঠিক করে মৃত্যুর পরেও আলাদা হবে না তারা। সেইমতই, প্রেমিকার মৃত্যুর পরেও ভালবাসার মানুষের কাছে ফিরে আসে সে। শুরু হয় এক গা-ছমছমে ‘ভালবাসা’র গল্প। ছবিতে প্রেমিক প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার।
চলতি বছরের প্রথমেই ‘গুন্ডা’ লুকে অ্যাকশন ফিল্মে ধরা দিয়েছিলেন বিক্রম। বছর ঘুরতেই ফের প্রেমিক অবতারে দেখা মিলবে তাঁর। সুদীর্ঘ কেরিয়ারজীবনে, এই ছবির হাত ধরেই সোহিনীর সঙ্গে প্রথম জুটি বাঁধছেন তিনি। মৃত্যুর কাঁটাতার পেরিয়ে ভালবাসার যে ব্যাপ্তি, তারই ছবি ধরা পড়তে চলেছে নতুন এই ছবিতে। এর আগে ছবির প্রোমো ভিডিওতে শোনা গিয়েছিল বিয়ের যজ্ঞের আগুনের সঙ্গে চিতার আগুনের তুলনা। রঙিন পোস্টারে সাদাকালোয় ধরা দিয়েছিলেন সোহিনী। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, প্রেম-বিরহ-হাসি-মজা – সব সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিই ফুটিয়ে তুলবেন কলাকুশলীরা।
ছবিতে অর্কপ্রভ মুখোপাধ্যায়, রণজয় ভট্টাচার্য্য, অভিকিস্ম ও ঋষি চন্দের গান শোনা যেতে চলেছে। ছবির সিনেমাটোগ্রাফির ভার থাকবে অভিমন্যু সেনগুপ্তের হাতে। ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র সেনগুপ্ত এবং পরিচালক দিব্য স্বয়ং। অন্যধাঁচের এই ভালবাসার গল্প বড়পর্দায় আসতে চলেছে ২০২৫ সালের ৩১শে জানুয়ারি।