ইমামির পার্টনার উইন্ডোজ, ‘বোরোপ্লাস’-এর নতুন মুখ অপরাজিতা?
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালক-জুটি বোধহয় একটু বেশীই প্রিয় বাঙালি দর্শকদের। তাঁদের রামধনু, বেলাশেষে, হামি, কণ্ঠ, রক্তবীজ, এমনকি সাম্প্রতিকতম ‘বহুরূপী’ও মুগ্ধ করেছে সকলকে। এবার তাঁদের প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’-এর সঙ্গে পার্টনারশিপের গাঁটছড়া বাঁধল বিখ্যাত ইমামি লিমিটেড।
গত ২১শে ডিসেম্বর, শনিবার ছিল বোরোপ্লাস আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিমের প্রচারের ক্যাম্পেইন। আর সেই ক্যাম্পেইনে বাংলার নতুন মুখ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ক্যাম্পেইনে একজন বাঙালি মায়ের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি, যে মা বিশ্বাস করেন ‘বোরোপ্লাস’-এর মূল মন্ত্র। ‘আমার আছে ওর জন্য একটু হলেও প্লাস’। নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের সকলের ত্বকের যত্নের জন্য যিনি ভরসা রাখেন বোরোপ্লাসের উপরে।
বোরোপ্লাসের আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিমে থাকে না সিলিকন, প্যারাফিনের মত কোনো রাসায়নিক। বদলে ১০টি কার্যকরী ভেষজের সঙ্গে মিশে থাকে মায়ের যত্ন, মমতা, ভালবাসা। শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত পরিচালক তথা প্রযোজক নন্দিতা রায়, বিখ্যাত অভিনেতা, পরিচালক ও প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য, চিত্রনাট্যকার জিনিয়া সেন, ব্র্যান্ড-ফিল্মের শিশুশিল্পী বেবি অহনা এবং ‘ইমামি লিমিটেড’-এর ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট অভিষী সুরেকা।
অভিষীর কথায়, ‘সেই ১৯৭৪ সালে যখন কলকাতায় ইমামি গ্রুপ ব্যবসা শুরু করেছিল, তখন থেকেই বাংলার মাটিতে রয়েছে এই কোম্পানির শিকড়। ১৯৮২ সালে লঞ্চ হয়েছিল বোরোপ্লাস। আর সেই ক্রিমই এখন ভারতের অ্যান্টিসেপটিক ক্রিম বিভাগের শীর্ষে রয়েছে।’
তিনি যোগ করেন, ‘ত্বকের যেকোনো সমস্যার বিশ্বস্ত সমাধান বোরোপ্লাস আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম। তাই সেই ক্রিমকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমরা নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্বের সঙ্গে কাজ করছি। অপরাজিতা আঢ্য যেভাবে একজন মায়ের চরিত্র ফুটিয়ে তুলেছেন, তাতে ২৫ থেকে ৪৫ বছর বয়সী সব মহিলাই নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবেন বলে আমাদের বিশ্বাস।’ পাশাপাশি শিশুশিল্পী অহনারও প্রশংসা করেন তিনি।