Live Entertainment & Love Lifestyle

Saturday, April 19, 2025
Bollywood

‘বাংলার সেরা তিলোত্তমা’কে এবার বেছে নেবেন অর্জুন-আরবাজ

বাংলার মেয়েদের আত্মবিশ্বাস যোগানোর লড়াইয়ে এবার সঙ্গ দেবেন বলিপাড়ার দুই তারকা। বাংলার মাটি থেকে তাঁরা খুঁজে আনবেন সেরা প্রতিভাদের। প্রথম ২০জন বিজয়িনী পাবেন একাধিক পুরস্কার।

অভিনেত্রী প্রিয়াঙ্কা ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন ‘প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেইনমেন্ট’-এর। সেই সংস্থার উদ্যোগে এবার আয়োজিত হতে চলেছে ‘বাংলার সেরা তিলোত্তমা ২০২৪-’২৫’। বাংলার মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা আর আত্মবিশ্বাসকে তুলে ধরতে চলেছে এই ‘বিউটি কনটেস্ট ও অ্যাওয়ার্ড শো’। এই প্রতিযোগিতায় রয়েছে একের পর এক চমক। প্রধান বিচারকের আসনে রয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক আরবাজ খান এবং জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল।

কেবল বিচারকদের নামেই নয়, চমক রয়েছে পুরস্কারেও। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলে পুরস্কারস্বরূপ বিজয়িনী পাবেন এক লক্ষ টাকা। শুধু তাই নয়, একটি ছবির নায়িকার চরিত্রে নির্বাচিতও হবেন তিনি। ১৫ থেকে ৬০ বছর বয়সী যেকোনো নারীই অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। শিলিগুড়ি, বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় হবে এই প্রতিযোগিতা।

নিজের সংস্থার মাধ্যমে বিভিন্ন বয়সের মেয়েদের জন্য একটি মঞ্চ তৈরী করেছেন প্রিয়াঙ্কা ঘোষ। এই বিউটি কনটেস্টে জেতা-হারার চেয়েও বড় প্রতিযোগীদের মনে আত্মবিশ্বাস তৈরী হওয়া। প্রিয়াঙ্কার উদ্যোগে সেই কাজটা ভালভাবেই হবে বলে আশা করা যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।