EntertainmentTollywood

ইতিহাস গড়ল ‘পুতুল’, অস্কারের মনোনয়ন তালিকায় প্রথম বাংলা ছবি

কিছুদিন আগেই অস্কারের মঞ্চে সেরা গানের মনোনয়ন পেয়েছিল বাংলা গান ‘ইতি মা’। ‘পুতুল’ ছবির গান ছিল সেটি। আবারও ফের সুখবরের হাওয়া। সেরা ছবি বিভাগে অস্কারের মনোনয়ন পেল ‘পুতুল’।

মোট ২০৭টি ছবি রয়েছে ‘সেরা ছবি’র মনোনয়নের তালিকায়। তাদের মধ্যেই আরো ছ’টি ভারতীয় ছবির সঙ্গে নিজের জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘পুতুল’। পথশিশুদের জীবন নিয়ে বানানো এই ছবি। তনুশ্রী শঙ্কর, মমতাজ সরকার, নীল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মত অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এই ছবিতে।

‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর প্রকাশিত তালিকাতেই দেখা মিলেছে ছবির নামের। এই প্রথম কোনো বাংলা ছবি অস্কারের মঞ্চে এই বিভাগে মনোনয়ন পেল। স্বাভাবিকভাবেই যারপরনাই খুশি গোটা ‘পুতুল’ টিম। উচ্ছ্বাস ধরা পড়েছে পরিচালকের গলাতেও।

ইন্দিরা বলেন, ‘আমার ছবিটাকে পছন্দ করার জন্য, আমার কাজ, পরিচালনা, কাহিনি সবকিছু পছন্দ করার জন্য অ্যাকাডেমি আর গোটা অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। আমি যদি ভুল না হই, তাহলে এই প্রথমবার কোনো বাংলা ছবি বেস্ট পিকচার ক্যাটেগরিতে সিলেকশন পেল।’ বাংলার সব ‘মিডিয়া হাউস’-এর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পরিচালক এ-ও যোগ করেন, ‘আমার টিমের সব সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। খুব কষ্ট করে আমি ছবিটা বানিয়েছি, প্রযোজনা করেছি, পরিচালনা করেছি। এটা আমার ডেবিউ ছবি। কোনো বড় প্রযোজনা সংস্থার হাত আমার ছবির মাথার উপর নেই। একজন ডেবিউট্যান্ট পরিচালক হিসেবে আমার কাছে এটা খুবই বড় ব্যাপার যে, বাংলা ছবিকে আমি আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পারলাম।’

এর আগে, পথশিশুদের নিয়ে বাঁধা এই ছবিরই গান ‘ইতি মা’ পেয়েছিল মনোনয়ন। তবে কিছুদিন পরেই তালিকা থেকে ছিটকে গিয়েছিল ইমন চক্রবর্তীর গাওয়া এই গান। সিনেমাপ্রেমীদের মনে ঘনিয়েছিল মনখারাপের মেঘ। তবে সে মেঘ কাটিয়ে রোদ আনল নতুন এই খবর। ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর মত ছবির সঙ্গে এক তালিকায় জ্বলজ্বল করছে বাংলা ছবি ‘পুতুল’-এর নাম।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।