Klikk: ফলোয়ার্স বাড়াতে গিয়ে খুন খ্যাতনামা অভিনেত্রী!
বিভিন্ন উপায়ে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়ানোর প্রবণতা বাড়ছে তো বাড়ছেই! সেই প্রবণতাই ডেকে আনছে বিপদও। আর সেই সংবেদনশীল বিষয় নিয়েই আসছে ‘ক্লিক’ (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন নিবেদন ‘@Followers’। আর সেই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়।
জনপ্রিয় একটি ধারাবাহিকের সুপারহিট নায়িকা ছিল হিয়া। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়ানোর কাজটা তার কাছে নেশার মতো। তার জন্য বিভিন্ন ‘শর্টকাট’ পথও সে নিয়েছে একাধিকবার। অনুগামী অনিন্দ্য ভালোবাসে হিয়াকে, কিন্তু ঘেন্না করে ফলোয়ার্স বাড়ানোর এই ‘শর্টকাট’গুলোকে। হিয়ার দাদা পল্লবও সম্পর্ক রাখতে চায় না তার সঙ্গে। হাতিয়ে নিতে চায় সম্পত্তি।
এসবের মাঝেই, ভাইরাল হওয়ার এক নতুন ‘শর্টকাট’ ফন্দি আসে হিয়ার সোশ্যাল মিডিয়া ম্যানেজার সৌম্যর মাথায়। ঠিক হয়, প্রকাশিত হবে ‘লক্ষ্মী’ ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা হিয়া বসুর মৃত্যুর ভুয়ো খবর। কিন্তু ফলোয়ার্স বাড়াতে গিয়েই আচমকা খুন হয় হিয়া। আর তদন্তের দায়িত্ব পান লোকাল থানার ওসি অনুকূল বর্মন, ইন্টারনেটের এই জটিল জাল থেকে যাঁর অবস্থান অনেকটা দূরে। কীভাবে এই হত্যাকাণ্ডের কিনারা করবেন তিনি, সে উত্তর দেবে নতুন ওয়েবসিরিজ ‘@ফলোয়ার্স’।
‘স্কাইপ্যানস কমিউনিকেশনস’ প্রযোজিত এই সিরিজটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। সোহিনী ছাড়াও এই সিরিজে দেখা মিলবে শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডিকে। সিরিজের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। ‘ভাগাড়’, ‘শক্তিরূপেণ’-র পর তৃতীয়বার একসঙ্গে কাজ করছেন অম্লান-রাজদীপ।
সিরিজ সম্পর্কে পরিচালক স্বয়ং বলেন, ‘নিজের বাবা-মা মারা যাওয়ার পর হাসিমুখে সেই মৃতদেহর সঙ্গে সেলফি তুলেছেন কখনো? এখন মানুষ তোলে, ফেসবুকে পোস্টও করে। কতজন ফলো করছে, সেটা উপভোগ করে তারিয়ে তারিয়ে। এ এক ভয়ঙ্কর সময়। ফলোয়ার্স চাই-ই চাই। এক অদ্ভুত মারণরোগে আজ আমরা মেতে উঠেছি। মনে হল এর প্রতিবাদ দরকার। আমার ভাষা তো একটাই, সিনেমা। তাই বিষয়টা শুনেই ঝাঁপিয়ে পড়লাম। কারণ, এ বিশ্বকে আগামী প্রজন্মের শিশুর বাসযোগ্য করে যেতেই হবে।’
সিরিজের কাহিনী লেখার পাশাপাশি অভিনয়ও করেছেন অম্লান। তিনি বলেন, ‘যখনই কিছু লিখেছি, চেষ্টা করেছি একটা সামাজিক বার্তা দেওয়ার। ভাগাড়-কাণ্ড নিয়ে ‘#BHAGAR’ বা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের গল্প ‘শক্তিরূপেণ’ তার জ্বলন্ত উদাহরণ। ঠিক তেমনি এই কাহিনী @Followers।’ তিনি যোগ করেন, ‘কাজ, আজ আর মানুষের মাপকাঠি নয়, মাপকাঠি তার ফলোয়ার্স। এ এক ভয়ঙ্কর নেশা, মডার্ন ড্রাগও বলা যেতে পারে। একবারও ভেবেছেন এর পরিণতি কী? সেইরকমই নানাবিধ প্রশ্নচিহ্ন তুলে ধরতে চেয়েছি এই কাহিনীর মাধ্যমে। একজনকেও যদি এই মারণরোগ থেকে মুক্ত করতে পারি, তাহলেই আমি ধন্য।’
এই ওয়েবসিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়। সিরিজটির সম্পর্কে তিনি বলেন, ‘আজকের যুগে দুটো বিষয় খুব প্রাসঙ্গিক। একদিকে নিজের জীবন, জীবন ঘিরে নানা স্বপ্ন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার হাতছানি। দুটোই আজ মিলেমিশে একাকার। সোশ্যাল মিডিয়া, আজ যেমন বদলে দিতে পারে মানুষের জীবন, আবার ধ্বংসও করে দিতে পারে সে। সোশ্যাল মিডিয়ার সেই সৃষ্টি আর ধ্বংস আমাদের এই সিরিজ এর সাবজেক্ট। কাজ করতে সবসময়ই মজা লাগে, কিন্তু এই কাজটা করতে গিয়ে একটু সিরিয়াস হয়েই থাকতাম। বড্ড ভাবিয়েছে এই সাবজেক্টটা। কী ভাবিয়েছে বলবো না, শুধু বলবো দেখার পর আপনারাও ভাববেন, ছটফট করবেন। এখানেই ক্লিক স্বতন্ত্র। সবসময় অন্যরকম সাবজেক্ট নিয়ে তাদের কাজ।’ নির্মাতাদের ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।
সিরিজের মুখ্য অভিনেত্রী সোহিনী গুহ রায় ওটিটির দুনিয়ায় পা রেখে বেশ খুশি। তিনি জানান, ‘এটা আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি খুবই খুশি যে আমার ওয়েব সিরিজ যাত্রা শুরু হয়েছে ক্লিকের সঙ্গে। এই ওয়েব সিরিজের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া এখন সবার জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। কিন্তু এটি আশীর্বাদ নাকি অভিশাপ, তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। আমি ধন্যবাদ জানাই আমাদের ওয়েব সিরিজের পরিচালক রাজদীপ ঘোষকে, যিনি আমাকে এই চরিত্রটি আমার কল্পনা অনুযায়ী গড়ে তোলার জন্য যথেষ্ট জায়গা দিয়েছেন। চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জের ছিল এবং অনেকটা মানসিক দৃঢ়তা দিয়ে চরিত্রায়ন করতে হয়েছে।’
বহুদিন ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত বলিষ্ঠ অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। বড়পর্দার পাশাপাশি ওয়েবসিরিজেও তাঁর সাবলীল বিচরণ। এই সিরিজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের সময়ে মূল্যায়ন হতো চরিত্র দিয়ে, অনলাইন ক্লিক দিয়ে নয়। এখন সবাই ‘লাইক’ আর ‘ফলোয়ার’-এর পেছনে ছুটছে, যেন সেগুলো সোনার মতো মহামূল্যবান। এই সোশ্যাল মিডিয়ার উন্মাদনা মানুষকে আসক্ত করে ফেলেছে। নিখুঁত ছবি তোলার জন্য, হাস্যকর রিল বানানোর জন্য তারা ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে, শুধু সাময়িক অনলাইন স্বীকৃতির জন্য। এটা এক অদ্ভুত পৃথিবী, যেখানে স্ক্রিনে দেখানো একটা সংখ্যা মানুষের মূল্য নির্ধারণ করে। তরুণ প্রজন্ম তাদের ফোনে এতটাই মগ্ন যে তারা আসল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা এক অদৃশ্য দর্শকের জন্য এত ব্যস্ত হয়ে পারফর্ম করছে যে নিজের মতো করে বাঁচতে ভুলে যাচ্ছে। এটা যেন এক পাগলামি, এক ধরনের আসক্তি। এটি একটি ডিজিটাল ইঁদুর দৌড়, যার কোনো আসল শেষ নেই।’
একের পর এক দুর্দান্ত কাজ আনছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। এই সিরিজের বিষয়ে ক্লিক-এর ডিরেক্টর নীরজ তাঁতিয়া বলেন, ‘অনলাইন পপুলিজমের এই প্রবণতাকে মাথায় রেখে, আমাদের লেখক অম্লান মজুমদার নতুন যুগের ক্রেজ; সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর প্রবণতা নিয়ে একটি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এবং সমালোচনামূলক বিষয়ের কাহিনী তৈরি করেছেন।’ তিনি আরো বলেন, ‘এই সিরিজটি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন সোহিনী গুহ রায়ের ওয়েব ডেবিউ হিসেবে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে রয়েছেন প্রতিভাবান অভিনেতা ইন্দ্রাশিষ রায় এবং অম্লান মজুমদার, যারা আগেও আমাদের সফল সিরিজে কাজ করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ অভিনেতা শান্তিলাল মুখার্জি, যিনি একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন।’