Binodini: বিনোদিনী-রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ ‘লগান’-পরিচালক
‘লগান’, ‘যোধা আকবর’, ‘মহেঞ্জোদারো’র মতো সব ছবির পরিচালনা করেছেন তিনি। সেই আশুতোষ গোয়াড়িকর এবার দেখলেন ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। আর তারপরেই রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দু’টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিখ্যাত পরিচালক আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে দাঁড়িয়ে আছেন রুক্মিণী। আসলে কয়েকদিন পরেই মুক্তি পাবে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সেই ছবিরই ফার্স্ট কাট দেখেছেন আশুতোষ। আর তারপরেই অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছেন মুম্বইতে, নিজের অফিসে।
গোয়াড়িকর বলেন, ‘বিনোদিনীর চরিত্রটা রুক্মিণী যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই দুর্দান্ত। একটা বহুস্তরীয় চরিত্রে অভিনয় অত সুন্দর, তার সঙ্গে রুক্মিণীর অনবদ্য নাচ অপূর্ব লেগেছে। ভারতীয় থিয়েটার আর তার অখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের প্রতি এই ছবি একটা শ্রদ্ধার্ঘ্য। পর্দায় থিয়েটারের স্বর্ণযুগকে তুলে ধরা হয়েছে, যা প্রত্যেক প্রজন্মের কাছেই গুরুত্বপূর্ণ।’
পরিচালকের প্রশংসায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি অভিনেত্রী। তাঁর মতে, আশুতোষ গোয়াড়িকরের মতো পরিচালকের সঙ্গে দেখা হওয়া, তাঁর অফিসে যাওয়া, সব শিল্পীরই স্বপ্ন। তাই সেই স্বপ্ন সত্যি হওয়ায় গোটা দিনটাই ভাল হয়ে গিয়েছে তাঁর কাছে।
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর ট্রেলার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। উনিশ শতকের বাংলায়, পুরুষশাসিত সমাজে, চর্চার কেন্দ্রে উঠে আসা এক সাহসের নাম বিনোদিনী। তাঁর জীবনের গল্প নিয়েই রামকমল মুখোপাধ্যায় তৈরি করেছেন তাঁর নতুন ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। সব বাধাবিপত্তি পেরিয়ে, সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের দক্ষতায় বাংলা থিয়েটারের প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সমাজের চোখে তিনি ছিলেন পতিতা, ভ্রষ্টা। তাঁর অভিনয়ের নৈপুণ্যও তুচ্ছ হয়ে গিয়েছিল ‘সমাজের মাথা’দের কাছে।
তবে ছবিতে বিনোদিনী দাসীকে কিন্তু পরিস্থিতির শিকার হিসেবে দেখানো হয়নি। বরং দেখানো হয়েছে একজন শিল্পী হিসেবে। হাজার প্রতিকূলতা পেরিয়েও যিনি নিজের লক্ষ্যে থাকেন অবিচল। Pramod Films এবং Assorted Motion Pictures-এর প্রযোজনায়, মুক্তি পাচ্ছে Dev Entertainment Ventures নিবেদিত এই ছবি। ছবিতে রুক্মিণী ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্যাল, রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর, চান্দ্রেয়ী ঘোষ, ওম সাহানি, গৌতম হালদার প্রমুখ। ছবির জন্য গবেষণামূলক কাজ করেছেন অভ্র চক্রবর্তী; কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌমিক হালদার, মিউজিকের দায়িত্বে ছিলেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।
বিনোদিনী দাসীর জীবন নিয়ে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৩শে জানুয়ারি।