একসঙ্গে পর্দায় ঋত্বিক-ইন্দ্রনীল, গুপ্ত কার পরিচয়!
বাড়ছে রহস্য ছবির চাহিদা, বাড়ছে ‘প্লট’-এর পরিসরও। এবার একটি পারিবারিক রহস্য ছবি নিয়ে একসঙ্গে বড়পর্দায় আসছেন দুই জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। জানা গেল, রণ রাজ পরিচালিত ছবি ‘পরিচয় গুপ্ত’-র মুক্তির তারিখ।
প্রত্যেক বনেদী পরিবারেই লুকিয়ে থাকে কিছু না কিছু রহস্য। কোনো গুপ্তধন হোক বা পারিবারিক ঐতিহ্য, সেইসব বিষয় নিয়ে রহস্যের জট ঘনায়, এ-কথা থ্রিলার দর্শকমাত্রেই জানেন। কিন্তু কোনো ব্যক্তির পরিচয় নিয়েও ঠিক কীভাবে ঘনাতে পারে ধোঁয়াশা? সে-গল্প বলবে ‘পরিচয় গুপ্ত’। ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এক অন্ধ জমিদার (ঋত্বিক চক্রবর্তী) এবং একজন প্রত্নতত্ত্ববিদ (ইন্দ্রনীল সেনগুপ্ত)।
ঋত্বিক-ইন্দ্রনীল ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য-সহ একঝাঁক তারকা। ঋত্বিক এবং ইন্দ্রনীলের মতোই অভিনেতা জয় সেনগুপ্তের লুকেও রয়েছে চমক। পরিচালক রণ রাজ এই ছবি সম্পর্কে বলেন, ‘ছবির নাম শুনে বোঝা যাচ্ছে, কোনো কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে পরিচয় গুপ্ত।’
ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায়। ‘পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড’ এবং ‘পাণ্ডে মোশান পিকচার্স’ প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২১শে ফেব্রুয়ারী।