Thalapathy Vijay: পা রাজনীতিতে, গুঞ্জন তবে সত্যি!

২০২৩ সালের জুনে, চেন্নাইয়ের একটি ছাত্রমিছিলে যোগ দিয়েছিলেন থলপতি বিজয়। জল্পনার জাল ছড়াচ্ছিল তখন থেকেই। গতকাল, ২রা ফেব্রুয়ারি, শুক্রবার, জল্পনার অবসান ঘটালেন বিজয়। জানালেন, রাজনীতির ময়দানে তাঁর পা রাখার কথা।

দক্ষিণী ছবির জগতে একটি বড় নাম থলপতি বিজয়। এই তামিল তারকার রাজনীতিতে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ চাপানউতোর শোনা যাচ্ছিল। এবার লোকসভা ভোটের আগে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন ঊনপঞ্চাশ বছর বয়সী এই অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁর রাজনৈতিক দলের নাম ‘Tamizhaga Vetri Kazhagam’, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘তামিলনাড়ুর বিজয় দল’। তবে রাজনৈতিক দল গড়লেও ২০২৪ সালের লোকসভা ভোটে অংশগ্রহণ করবে না তাঁর দল। কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করবেন না তাঁরা।

তিনপৃষ্ঠার একটি স্টেটমেন্টে বিজয় জানিয়েছেন, আগামী দুটো বছর তাঁরা প্রস্তুতির সময় নেবেন। তাঁর সমর্থক এবং ভক্তদের ২০২৬ সালের লড়াইয়ের জন্য প্রস্তুত করতে এবং দলের পরিকাঠামো মজবুত করার জন্য এই সময়টুকু নিচ্ছেন বিজয়। তিনি বলেন, ‘প্রশাসনের দুর্নীতি এবং অসৎ আচরণে রাজনৈতিক ময়দান কলঙ্কিত। সত্যিটা হল, তামিলনাড়ুর সকলেই রাজনৈতিক একটা পালাবদলের অপেক্ষায় রয়েছেন।’

অভিনেতার ঘনিষ্ঠমহল জানিয়েছে, কেবল তামিলনাড়ুই নয়, আগামীদিনে কেরালা এবং কর্ণাটকেও দলীয় সংগঠন গড়তে চান থলপতি বিজয়। বর্তমানে ভেঙ্কট প্রভুর ‘The Greatest Of All Time’ নামের কল্পবিজ্ঞান ছবির শ্যুটিং করছেন তিনি। ছবিতে রয়েছেন প্রশান্ত, প্রভু দেবা, পার্বতী নায়ার, যোগী বাবুর মত তারকারা। তবে ঘনিষ্ঠসূত্রে জানা গিয়েছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে কিছুদিন অভিনয়জগত থেকে বিরতি নিতে পারেন তিনি।

তবে জয়ললিতা থেকে কমল হাসান, তামিলনাড়ুর বিনোদন জগত থেকে রাজনীতির মাঠে পাড়ি দিয়েছেন অনেক তারকাই। থলপতি বিজয়ও তাঁদের পদাঙ্ক অনুসরণ করে নাম লেখালেন রাজনীতিতে। জয়ললিতাদের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবেন তো বিজয়? সেটাই এখন দেখার।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top