Live Entertainment & Love Lifestyle

Entertainment

Cannes: চর্চায় কিয়ারা-ঐশ্বর্য্য, কী করলেন ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ!

মেট গালা হোক কি কান ফিল্ম ফেস্টিভ্যাল, সবসময়েই চর্চায় থাকেন তারকা অভিনেতা-অভিনেত্রীরা। মেট গালা ২০২৪-এ আলিয়া ভাটের পোশাক নিয়ে চলেছিল তরজা। সেই শাড়ির বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জীও ভারতের প্রথম ডিজাইনার হিসেবে মেট গালার ফ্যাশন শো-তে কার্পেটে হেঁটেছেন। আর এখন তো চলছে ৭৭তম ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’। তাই এবারে কানাকানি চলছে সেই অনুষ্ঠান নিয়েই!

বিদেশের তারকাদের নিয়ে উন্মাদনা তো থাকেই! কিন্তু এদেশের তারকারাও পিছিয়ে নেই একেবারেই। বরাবরই ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ দেখা যায় ঐশ্বর্য্য রাইকে। তবে এবারে শারীরিকভাবে ‘ফিট’ ছিলেন না তিনি।
চোট লেগে ভেঙে গিয়েছিল হাতের হাড়। কিন্তু তাই বলে কি ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর হাতছানি এড়ানো সম্ভব? একেবারেই না। ভাঙা হাত নিয়েই অনুষ্ঠানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ঐশ্বর্য্য। রেড কার্পেটে তাঁকে দেখা গিয়েছে একেবারে অন্যধাঁচের একটি পোশাকে।

ঐশ্বর্য্য ছাড়াও এবারে রেড কার্পেটে হেঁটেছেন অনেক ভারতীয় অভিনেত্রীই। সাদা পোশাকে কিয়ারা আদবানী এবং পার্পল জাম্পস্যুটে শোভিতা ধুলিপালা এবারে ডেবিউ করলেন ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। এছাড়া, বহু তরুণের হার্টথ্রব উর্বশী রাওতেলাও দেখা দিয়েছেন উজ্জ্বল গোলাপীবর্ণের গাউনে। অদিতি রাও হায়দারিকেও দেখা যাবে ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর কার্পেটে।

তবে তাবড় তাবড় সুন্দরীরা উপস্থিত থাকলেও, সকলের মাঝে নজর কেড়েছেন নাসিরুদ্দিন শাহ। ‘মন্থন’-এর স্ক্রিনিং-এর জন্য তিনি আগেই পৌঁছে গিয়েছেন সেখানে। এছাড়া, ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ দেখা যাবে রাধিকা আপ্তের ‘Sister Midnight’ এবং রিচা চাড্ডা ও আলি ফজলের ডেবিউ প্রযোজনা ‘Girls will be girls’-ও।

তবে কেবলই মানুষ বা সিনেমার কথা বললে, ‘কান’-কাণ্ডের এই উপাখ্যান একেবারেই অসমাপ্ত থেকে যাবে। কারণ এবারে রেড কার্পেটে হেঁটেছে বিশেষ একজন। তারকা হলেও, সে কিন্তু মানুষ নয় একেবারেই। ‘অ্যানাটমি অফ আ ফল’-এর অ্যাওয়ার্ডজয়ী সারমেয়কেও হাঁটতে দেখা গিয়েছে রেড কার্পেটে। মহাভারতের যুগে হাতির নাম ছিল অশ্বত্থামা, আর এযুগে সারমেয়টির নাম হয়েছে মেসি।

সব মিলিয়ে, ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’ এখন একেবারে জমজমাট। গত ১৪ই মে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব। আগামী ২৫শে মে শেষ হবে ‘কান’-এর এই উৎসব।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।