Live Entertainment & Love Lifestyle

Tuesday, April 15, 2025
Music

প্রকাশ্যে ফার্স্টলুক, ভালোবাসার গানে নজর কাড়লেন দেবলীনা

শীত প্রায় শেষ। বসন্ত আসতে আর সামান্য অপেক্ষা। আর এমন মরশুমেই ভালোবাসার গানে নজর কাড়লেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সঙ্গী কাইজার খান।

বর্তমানে মিউজিক ভিডিওর জনপ্রিয়তা আকাশছোঁয়া। কেবল গান নয়, গানের সঙ্গে সেই ভিডিওতে লুকিয়ে থাকে ছোট্ট গল্পও। সেরকমই একটি মিউজিক ভিডিওতে এবার দেখা যেতে চলেছে অভিনেত্রী দেবলীনা দত্তকে। একেবারে নতুন লুকে ভক্তদের কাছে ধরা দেবেন তিনি। ভালোবাসার গানের সঙ্গে তৈরি এই ভিডিওতে থাকবে এক ভালোবাসার গল্পও। গানের ভিডিওতে দেবলীনার সঙ্গে দেখা যাবে অভিনেতা কাইজার খানকেও। সেই ভিডিওর ফার্স্টলুকের ছবিই এখন চর্চায়।

গানের নাম ‘তোর নামে নীল খামে’। সঙ্গীতশিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কণ্ঠে শোনা যাবে এই গান। সমগ্র মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুধীর দত্ত। তবে কলকাতার বুকে নয়, এই গানের শ্যুটিং হয়েছে শহরের বাইরে। অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, ‘এই প্রজেক্টে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পাবে। ভালোবাসার মানুষটিকে নীল খামে ভালোবাসা জানাতে বলছি আমরা এই গানে। কারন এই ভ্যালেন্টাইন দিন শুধু প্রেমিক প্রেমিকার দিন নয়। বন্ধু, মা সন্তান, ভাই, বোন সবাই সবার ভ্যালেন্টাইন হতে পারে।’

অভিনেত্রী যোগ করেন, ‘নীল রঙ, কারণ নীল হল আকাশের রঙ। ভ্যালেন্টাইন মানে ভালোবাসা হোক আকাশের মতো অবাধ। কাইজার খান ও পরিচালক সুধীর দত্তের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সাথে রাখী দত্ত ও রাজ বর্মনের গান দর্শকদের খুব পছন্দ হবে। এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী।’

অভিনেত্রী দেবলীনা দত্তের অভিনয়ের ভক্ত বহু মানুষ। তাঁর মডেলিং-ও যথেষ্ট নজর কেড়েছে একসময়। এখনো তাঁকে ঘিরে রয়েছে একইরকম তারুণ্য, একইরকম লাবণ্য। বিভিন্ন সিনেমায়, ধারাবাহিকে নানা সময়ে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার তিনি প্রবেশ করছেন নতুন প্রজন্মের আরেক ভালোবাসার জগতে।

এখনকার দিনে বিনোদনের একটা বড় মঞ্চ হয়ে উঠেছে মিউজিক ভিডিও। কেবল গান বাঁধা বা সে গান গাওয়া নয়, একেকটা মিউজিক ভিডিও আসলে একেকটা গল্প। দুঃখ-সুখ, প্রেম-বিরহের নানা গল্প নিয়ে বোনা হয় মিউজিক ভিডিওর কাহিনি। সেই মিউজিক ভিডিওতে এবার দেবলীনাকে পেয়ে স্বভাবতই খুশি অনুরাগীরা।

এই ভিডিওতে দেবলীনার অন্যরকম লুক নজর কেড়েছে প্রথমেই। আশা করা যায়, দেবলীনা-কাইজারের রসায়নও ভালোবাসবেন দর্শকেরা। ভালোবাসার আবহে গানটি মুক্তি পাবে ‘ডি. সুধীর প্রোডাকশন হাউস’-এর ব্যানারে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।