প্রকাশ্যে ফার্স্টলুক, ভালোবাসার গানে নজর কাড়লেন দেবলীনা
শীত প্রায় শেষ। বসন্ত আসতে আর সামান্য অপেক্ষা। আর এমন মরশুমেই ভালোবাসার গানে নজর কাড়লেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সঙ্গী কাইজার খান।
বর্তমানে মিউজিক ভিডিওর জনপ্রিয়তা আকাশছোঁয়া। কেবল গান নয়, গানের সঙ্গে সেই ভিডিওতে লুকিয়ে থাকে ছোট্ট গল্পও। সেরকমই একটি মিউজিক ভিডিওতে এবার দেখা যেতে চলেছে অভিনেত্রী দেবলীনা দত্তকে। একেবারে নতুন লুকে ভক্তদের কাছে ধরা দেবেন তিনি। ভালোবাসার গানের সঙ্গে তৈরি এই ভিডিওতে থাকবে এক ভালোবাসার গল্পও। গানের ভিডিওতে দেবলীনার সঙ্গে দেখা যাবে অভিনেতা কাইজার খানকেও। সেই ভিডিওর ফার্স্টলুকের ছবিই এখন চর্চায়।
গানের নাম ‘তোর নামে নীল খামে’। সঙ্গীতশিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কণ্ঠে শোনা যাবে এই গান। সমগ্র মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুধীর দত্ত। তবে কলকাতার বুকে নয়, এই গানের শ্যুটিং হয়েছে শহরের বাইরে। অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, ‘এই প্রজেক্টে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পাবে। ভালোবাসার মানুষটিকে নীল খামে ভালোবাসা জানাতে বলছি আমরা এই গানে। কারন এই ভ্যালেন্টাইন দিন শুধু প্রেমিক প্রেমিকার দিন নয়। বন্ধু, মা সন্তান, ভাই, বোন সবাই সবার ভ্যালেন্টাইন হতে পারে।’
অভিনেত্রী যোগ করেন, ‘নীল রঙ, কারণ নীল হল আকাশের রঙ। ভ্যালেন্টাইন মানে ভালোবাসা হোক আকাশের মতো অবাধ। কাইজার খান ও পরিচালক সুধীর দত্তের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সাথে রাখী দত্ত ও রাজ বর্মনের গান দর্শকদের খুব পছন্দ হবে। এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী।’
এই ভিডিওতে দেবলীনার অন্যরকম লুক নজর কেড়েছে প্রথমেই। আশা করা যায়, দেবলীনা-কাইজারের রসায়নও ভালোবাসবেন দর্শকেরা। ভালোবাসার আবহে গানটি মুক্তি পাবে ‘ডি. সুধীর প্রোডাকশন হাউস’-এর ব্যানারে।